স্রষ্টার কাছে

 

 

 

 

-: জান্নাতুন নাঈম প্রিয়তা :-

আমি তুচ্ছ আমি নগণ্য।
আমি ক্ষুদ্র, অতি সামান্য।
আমি গুরুত্বহীন অধম;
ঘৃণ্য, জগণ্য।

আমি নিকৃষ্ট পাপী,
তবু তোমায় করি ভক্তি।
আমি অযোগ্য, অক্ষম।
দাও আমায় শক্তি।

হে আমার স্রষ্টা,
আমি হয়েছি পথভ্রষ্ট।
পতিত হয়েছি অন্ধকারে,
হয়েছি আগুনে ভস্ম।

অন্তরে যে আবাস বেঁধেছে,
ছারপোকাদের দল।
খোদা আমায় কর রহম,
হারিয়েছি মনোবল।

অধৈর্য সময় করছে তাড়া।
ভীত হৃদয়ে অস্থিরতা।
হারিয়ে যাচ্ছে জীবন যেন
উদ্দেশ্যহীন, বিফল, বৃথা।

প্রভু আমায় দাও দীপ্তি,
গুণে-জ্ঞানে কর সমৃদ্ধি।
হৃদয়ে দাও পরিতৃপ্তি,
নেক নেয়ামত কর বৃদ্ধি।

হে পরম করুণাময়,
হে আমার রক্ষক,
আশ্রয় চায় তোমার কাছে।
হে আমার প্রতিপালক।

পরিচালিত কর প্রভু,
সরল-সঠিক পথে।
সততাই যেন হয় অস্ত্র,
হাজার বিপদে-আপদে।

প্রভু তুমি হও সহায়ক,
ইহকাল ও পরকালে।
ভীত হৃদয়কে কর প্রশস্ত
যন্ত্রণা ও বেদনাতে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিনে হুদা মেলা…….

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দরিয়া নগরের জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিন উপলক্ষে একদিন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/