সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া পয়েন্টে ভাঙ্গন : যোগাযোগ বন্ধ 

ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া পয়েন্টে ভাঙ্গন : যোগাযোগ বন্ধ 

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/07/Bhangon-Sagar-28-7-21.jpg?resize=620%2C827&ssl=1
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার রামু উপজেলার পাহাড়ী ইউনিয়ন ঈদগড় যাতায়াতের প্রধান সড়কের পানেরছড়া পয়েন্টে ভেঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। জনদূর্ভোগে পড়েছে স্থানীয় নানা শ্রেনী পেশার মানুষ।

বিগত ২৬ জুলাই থেকেই ভারী বর্ষণে ঈদগড়-ঈদগাঁও নদীতে পাহাড়ী ঢল নেমে আসলে সড়ক পানের ছড়া নামক স্থান ভাঙ্গনের সৃষ্টি হয়ে ঈদগড়- ঈদগাঁও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। ঈদগাঁও ঐক্য পরিবার ও এলাকাবাসী জরুরী ভিত্তিতে বিষয়টি পরিদর্শন পূর্বক কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

ভেঙ্গে যাওয়ার ফলে ঈদগড়-ঈদগাঁও-বাইশারী খুটাখালী-ডুলাহাজারা অসংখ্য জনগণকে চলা চলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হবে। সড়কটি ফাটল হয়ে ঈদগাঁও খালের পাশে ভেঙে যায়।
স্থানীয় সচেতন ব্যাক্তি জাফর আলম জুয়েল জানান, রাত্রে প্রচন্ড বৃষ্টিপাতে সড়কটি ভেঙ্গে যায়। বর্তমানে যোগাযোগ বন্ধ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/