সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / অন্য রকম ফ্যাশন

অন্য রকম ফ্যাশন

fasion1

অনেক আগে থেকেই মেয়েরা ফ্যাশনে মেকআপের ব্যবহার করে আসছেন। কিন্তু মাছ দিয়ে মেকআপের ব্যাপারটা মনে হয় একটু বেশি নৃশংস।

রাশিয়ান মেকআপ আর্টিস্ট ইলা ব্লুচকা সম্প্রতি ইনস্টাগ্রামে তার নতুন মেকআপের কিছু ছবি প্রকাশ করেছেন। তার নতুন ফটোশুটে মডেলদের চেহারায় ব্যবহার করেন অক্টোপাস, গ্লিটার এবং মৃত মাছ। মডেলদের মুখে মৃত মাছ ব্যবহার করে মৎস কন্যা হিসেবে অনুপ্রাণিত করার জন্য এই ফটোশুট করা হয়।

এ ব্যাপারে ইলা বলেন, এই বিশ্বের জন্য এই ফ্যাশনটি একটু বেশিই সুন্দর। তবে ইন্টারনেটে এই ব্যাপারটিকে ভালোভাবে নেওয়া হয়নি।

fasion2

সোশ্যাল মিডিয়ার এক ব্যবহারকারী খুব রাগান্বিত হয়ে ইলার ইনস্টাগ্রামে নতুন এই ফটোশুট প্রসঙ্গে মন্তব্য করেন, ‘তুমি আসলেই খুব বিরক্তিকর। আর্টের নাম করে তুমি এই নিরীহ প্রাণীগুলোকে হত্যা করছ। যদি মুখে মাছে পরিবর্তে একটি মৃত বিড়াল লেপে দেয়া যেত তাহলে সবাই এতক্ষণে চিৎকার করে উঠত। সুতরাং মাছের বেলা নয় কেন? কোনো প্রাণি বা মানুষ এই ধরনের আচরণের প্রাপ্য নয়। বরং কেউ দয়া করে ওকে (ইলাকে) খুন করুন এবং এবং বলুন এটি একটি আর্ট।’

অনেকেই মন্তব্য করেন শিল্পের নামে প্রাণির ওপর বর্বর নিষ্ঠুরতা চালানো হচ্ছে মাত্র।

সূত্র:আফরিনা ফেরদৌস/risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে https://coxview.com/radamel-falcao-footballar-birthday-day/

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে

রাদামেল ফালকাও গার্সিয়া সারাতে (রাদামেল ফালকাও নামে সুপরিচিত) একজন কলম্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ১৯৮৬ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/