সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / অবশেষে আইফোনের লক খুললো এফবিআই

অবশেষে আইফোনের লক খুললো এফবিআই

29-3-2016   - 0005

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, অ্যাপল কোম্পানির সহায়তা ছাড়াই সান বার্নাডিনো হামলার জন্য অভিযুক্ত সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোনের লক খুলতে সমর্থ হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এর ফলে এ নিয়ে চলা মামলার আর কোন যৌক্তিকতা থাকল না।

এর আগে এ বিষয়ে অ্যাপেল এফবিআইকে সহায়তা করতে অস্বীকৃতি জানানোর পর, সংস্থাটি অ্যাপলের বিরুদ্ধে মামলা করে। কিন্তু এখন তৃতীয় পক্ষের সহায়তা নিয়ে আইফোনের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করেছে এফবিআই।

ফলে তারা অ্যাপলের ওপর থেকে মামলা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, আইনি লড়াই চলার সময় অ্যাপলের যুক্তি ছিল, এই লক খুলতে প্রতিষ্ঠানটিকে নতুন একটি সফটওয়্যার তৈরি করতে হতো। এবং বিষয়টির মাধ্যমে ব্যক্তির তথ্যের নিরাপত্তা লংঘন হয়।

ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার সান বার্নাডিনোতে এক মুসলিম দম্পতি সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিকের গুলিতে ১৪ জন নিহত হয়।

সূত্র:বাংলামেইল২৪ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/