সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / অবিশ্বাস্য এক স্মার্টফোন

অবিশ্বাস্য এক স্মার্টফোন

Mobile turing

স্মার্টফোনটির মডেল ‘টুরিং ফোন কেডেনজা’। নির্মাতা প্রতিষ্ঠান টুরিং রোবটিক ইন্ডাস্ট্রিজ।

‘টুরিং ফোন কেডেনজা’ স্মার্টফোনটির ফিচার শুনে, তাজ্জব পুরো বিশ্ব। কেননা অবিশ্বাস্য সব ফিচার রয়েছে এই স্মার্টফোনে। অনেকে এটিকে সুপার স্মার্টফোন হিসেবে অভিহিত করেছেন।

অ্যান্ড্রয়েড পুলিশের খবরানুসারে জেনে নিন, অতুলনীয় এই স্মার্টফোনটির ফিচারগুলো।

  • টুরিং ফোন কেডেনজা স্মার্টফোনটিতে র‌্যাম রয়েছে ১২ জিবি।
  • স্টোরেজ ১ টিবি।
  • ২০ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা, ৬০ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা এবং সঙ্গে তিনটি লেন্স।
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ প্রসেসর ২টি।
  • ন্যানো সিম স্লট ৪টি।
  • কৃত্রিম বুদ্ধিমত্ত্বা প্রযুক্তির সোর্ডফিশ অপারেটিং সিস্টেম।
  • ৫.৮ ইঞ্চি ডিসপ্লে (২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল রেজ্যুলেশন)।
  • ‘ভয়েস অন’ প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর গলার স্বর শুনে ফোন অন-অফ হবে।
  • অসাধারণ সাউন্ডের জন্য মার্শাল ইক্যুয়ালাইজর।
  • তিনটি পাওয়ার সোর্স- ২৪০০ এমএএইচ গ্রাফেন ব্যাটারি, ১৬০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি ও হাইড্রোজেন ফুয়েল সেল।

তবে অবিশ্বাস্য এসব সুবিধার স্মার্টফোনটির হাতে পেতে অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস। টুরিং রোবটিক ইন্ডাস্ট্রিজের সিইও স্টিভ চ্যাও জানিয়েছেন, টুরিং ফোন কেডেনজা স্মার্টফোনটি বাজারে আসবে ২০১৭ সালে।

সূত্র:risingbd.com, ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/