সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / আফগানিস্তানে চার মার্কিন নাগরিক নিহত

আফগানিস্তানে চার মার্কিন নাগরিক নিহত

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন। সোমবার দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রধান এয়ার বেসের পাশে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রে সরকারি কর্মচারী এবং একজন ঠিকাদার। হামলার দায় স্বীকার করেছে তালেবান।

মার্কিন সেনা সূত্রের বরাতে বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, কাবুল থেকে ৫০ কিলোমিটার উত্তরের বাগরাম এয়ার বেসের কাছে রাস্তায় গাড়ি বোমা বিস্ফোরণে ওই চারজন নিহত হন। এছাড়া আহত হন আরো তিনজন।

এর আগে জালালাবাদে জোড়া বিস্ফোরণে আরো তিনজন নিহত হন। ২০১৯ সালের এখন পর্যন্ত আফগানিস্তানে সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন।

বর্তমানে দেশটিতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে। সম্প্রতি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

 

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/