সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অর্থনীতি / ঈদগাঁওতে পানের খিলির দাম বৃদ্ধি

ঈদগাঁওতে পানের খিলির দাম বৃদ্ধি

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে একরাতের ব্যবধানে ৫ টাকা থেকে খিলি পানের দাম বৃদ্ধি করে ৭ ও ১০ টাকা করা হয়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন পান খেকোরা।


হঠাৎ করে খিলি পানের দামও বেড়ে যাওয়ায় পানে অভ্যস্থ তথা পান খেকোরা চরম বেকায়দায় পড়েছেন বলে জানা গেছে।


জানা যায়, ১৯ ডিসেম্বর রাত আনুমানিক এগারটার দিকে ঈদগাঁও বাজারস্থ একটি হোটেলে পান ব্যবসায়ী সমিতি একটি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিলেন যে, পান সুপারী ও জর্দার দাম বৃদ্ধির কারনে ২০ ডিসেম্বর থেকে সাধারন খিলি পান ৭ টাকা ও মিষ্টি পান প্রতি খিলি ১০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি পান দোকানে একটি করে লিফলেটও টাঙ্গিয়ে দেওয়া হয়।


মাধব্বর মার্কেট সম্মুস্থ পান ব্যবসায়ী দেলোয়ার জানান, গতকাল মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে পানের খিলি ৫ টাকা থেকে বাড়িয়ে দুই দামে বিক্রি করার কথা জানালেন।


নিয়মিত কজন পান খেকো জানান, একের পর এক পানের খিলির দাম বাড়ানোর কারনে আমরা হতাশ পান খেকোরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/