সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে পৃথক দুইটি সফল অভিযান নেতৃত্ব দেন ইউএনও

ঈদগাঁওতে পৃথক দুইটি সফল অভিযান নেতৃত্ব দেন ইউএনও

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে অনুমোদনহীন অবৈধ ভাবে স্থাপিত করাতকলের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

 

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া নামক স্থানে অনুমোদনহীন অবৈধভাবে স্থাপিত করাতকলের যন্ত্রপাতি জব্দ করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়া।
বনবিভাগকে নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করেন ইউএনও। এসময় সহকারী বন সংরক্ষক, রেঞ্জ অফিসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


একইদিন বিকাল ৪টায় ঈদগাঁও উপজেলাধীন মধ্যম শিয়াপাড়ায় খাস জমি এবং ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৬ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকারিয়া। নিলামে অংশগ্রহণকারী তিনজনের মধ্যে সর্বোচ্চ ডাককারীকে (৫১,০০০/- টাকা) ১৫ই সেপ্টেম্বর মধ্যে নিলামকৃত বালু নিজ জিম্মায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশনাও দেন তিনি। এসময় সহকারী বন সংরক্ষক, রেঞ্জ অফিসার, বিট অফিসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য যে, ঈদগাঁও উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পাড়া মহল্লায় নানা ক্ষেত্রে অভিযান অব্যাহত রাখার জোর দাবীও জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ইসলামাবাদে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ : আহত ৮

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/