সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে সংবর্ধিত ৫জন তরুণ আইনজীবী

ঈদগাঁওতে সংবর্ধিত ৫জন তরুণ আইনজীবী

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/10/Lawyer-sagar-2-10-21-1.jpg?resize=620%2C465&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সদ্য ঘোষিত আইনজীবী তালিকা অন্তর্ভুক্তি পরীক্ষায় নব গঠিত ঈদগাঁও উপজেলার ৫ কৃতিমান শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সংবর্ধিত করেছেন ‘বন্ধু ভীড়’ নামের একটি সংগঠন।

২রা অক্টোবর বিকাল চারটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: ইউছুফ আলী। প্রধান বক্তা ছিলেন, কক্সবাজার বার এসোসিয়েশন সাবেক আপ্যায়ন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক ও সাংবাদিক তারেকুল হাসান তারেক, মো: রেজাউল করিম, কক্সবাজার জজ কোর্টের তরুণ আইনজীবী জুলকার নাঈন জিল্লু প্রমুখ। সংবর্ধিত নবীন আইনজীবীরা হলেন জালালাবাদ ইউনিয়নের মোবারক হোসাইন সাঈদ, ঈদগাঁও ইউনিয়নের সাইফ উদ্দিন, পল্লবী পাল পুজা, মোহাম্মদ শাহজাহান, ইসলামাবাদ ইউনিয়ন মঈন উদ্দিন।

এতে সংগঠনের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ও দপ্তর সম্পাদক আ.ই.ম নওশাদুল আজমের যৌথ সঞ্চালনায় কোরান তেলোয়াত করেন উপ-ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ তৈয়ব। সভাপতিত্ব করেন সিনি: সহ-সভাপতি মিছবাহুর রহমান।

বক্তারা বলেন, ঈদগাঁওতে এই প্রথম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বন্ধু ভীড়। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। এভাবে সফল মানুষকে সংবর্ধনার আওতায় আনলে শিক্ষার্থীরা আরো উৎসাহীত হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/