সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / ঈদগাঁওতে ১৪৪টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইন

ঈদগাঁওতে ১৪৪টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান শ্লোগানে এবার সারাদেশের ন্যায় কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নে এক যোগে এ ক্যাম্পেইন অনুষ্টিত হয়। বৃহত্তর এলাকার ১৪৪টি কেন্দ্রে অত্যান্ত ঝাকঁজমকপূর্ণ, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হয়েছে।

১৪ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রং আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ ‘ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে জানান ক্যাম্পেইন পরির্দশন নুর হাকিম ও কর্মী বশর। তবে এসব কেন্দ্রে ২৮৮জন মাঠকর্মী ও সেচ্ছাসেবীরা কাজ করছে।

অন্যদিকে ভিটামিন খাওয়াতে শিশুকে নিয়ে পিতা মাতা বা আত্মীয়-স্বজনরা সকাল থেকে পাড়া মহল্লার কেন্দ্রে ভীড় জমাতে দেখা যায়। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর ফলে অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে,শিশুর রোগ প্রতিরোগ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।

উল্লখ্য যে, প্রতি ইউনিয়নে ২৪টি কেন্দ্র ও ৪৮ জন কর্মী নিরলস ভাবে কাজ করেছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/09/Health-Decreased-Sexual-Desire.jpg

যে কারণে যৌন আকাঙ্ক্ষা কমে

অনলাইন ডেস্ক : মানুষ মাত্রই যৌনাকাঙ্ক্ষা রয়েছে। প্রাপ্তবয়স্ক একজন পুরুষের যৌনাকাঙ্ক্ষা থাকবে এটাই স্বাভাবিক। আর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/