সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও-ঈদগড় সড়কে দুর্ধর্ষ ডাকাতি : মালামাল লুট

ঈদগাঁও-ঈদগড় সড়কে দুর্ধর্ষ ডাকাতি : মালামাল লুট

Dakati-

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলার ক্রাইমজোন খ্যাত ঈদগাঁও-ঈদগড় সড়কে দীর্ঘদিন ডাকাতি বন্ধ থাকলেও ফের সক্রিয় হয়ে উঠেছে ডাকাতচক্র।

এদিকে ৭ মে রাত ৮টায় রামু উপজেলার ঈদগড় আর সদর উপজেলার ঈদগাঁও যাতায়াত সড়কে হিল লাইন ও সিএনজির সামনে গাছ বেরিকেট দিয়ে আটকিয়ে ধুমছাকাটা নামক স্থানে ডাকাতি করে ডাকাতদল। এতে ডাকাতদলের হামলায় সিএনজি চালক রবিউল ইসলাম (৩০) ও যাত্রী জিয়াবুল হক (২৭) গুরুতর আহত হয়। পরে ডাকাতরা যাত্রীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকাসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুটের খবর পাওয়া গেছে।

খবর পেয়ে ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্পের একদল পুলিশ ঘটনাস্থলে আসলে ডাকাতদল পালিয়ে যায়। পরবর্র্তীতে যাত্রী জিয়াবুলকে অপহরণের উদ্দেশ্যে ডাকাতরা পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গেলে পুলিশসহ জনতা জঙ্গলে প্রবেশের খবর পেয়ে ছুরিকাহত করে তাকে ফেলে চলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে ঈদগড় আরআরএফ পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/