সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / টেকনাফে তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবন : বেকাদায় পড়েছে পশুরা

টেকনাফে তীব্র তাপদাহে অতিষ্ট জনজীবন : বেকাদায় পড়েছে পশুরা

Animal - Giasuddin 7-5-16 news 3pic f1 (1)

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

বৈশাখ মাসের তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে টেকনাফবাসীর জনজীবন। বেশ কয়েকদিন ধরে সূর্যের প্রখোর তাপদাহে সাধারণ মানুষের পাশাপাশি গরমে ক্লান্ত হয়ে পড়েছে গৃহপালিত পশুরা।

৭ মে সরেজমিনে সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় চোখে পড়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ট হয়ে এক ঝাঁক গৃহপালিত মহিষের পাল গরমে অতিষ্ট হয়ে একটি পানির ডোবাতে হাবুডুবু খাচ্ছে। এদিকে টেকনাফে দীর্ঘদিন ধরে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে রোধের প্রখোর তাপ অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন তেলেশমাতি মানুষের জনজীবনে দুর্ভোগের নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। প্রচন্ড রোদের গরমে সাধারন হতদরিদ্র মানুষরা জীবিকা নির্বাহের জন্য রাস্তায় বের হতে পারেনা।

খেটে খাওয়া মানুষগুলোর একেবারে কাহিল অবস্থা। দুপুর হলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা একেবারে কমে যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একই অবস্থা শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মত নয়। প্রচন্ড গরমের কারনে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে রোগীদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তীব্র গরমের কারনে দিনমজুর শ্রমিকরাও সহজে কাজে যেতে চায়না। এতে ব্যবসায়ীরা পড়েছে বিপাকে।

সাবরাং ইউনিয়নের মুন্ডাডেইল এলাকার দিনমজুর সুলতান আহম্মদ বলেন, ও বাজি এন্দিলা গরম আরার জীবনত আর ন দেহি। এনে পেড়ত ভাত নাই গরমর জ্বালা কাজতও যাইত মনে ন হর। তিনি আরো বলেন, দুনিয়ার বিপদ বেগগুন আইসে দে আরার গরিবর লাই।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক আক্ষেপ করে বলেন, স্কুল চলাকালে বিদ্যুতের আসা-যাওয়া এবং গরমে গা ঘেমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পাঠদান করাতে ব্যাহত হচ্ছে।

টেকনাফ হাসপাতালে শিশু বিশেষজ্ঞ আতাউর রহমান জানান, গরমের কারণে বেশিভাগ শিশুরা ব্যাকটেরিয়াল ডায়রিয়া এবং গায়ে ঘাম বসে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/