সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / এবার জৈব জ্বালানি চালিত বিমান উড়বে ভারতে

এবার জৈব জ্বালানি চালিত বিমান উড়বে ভারতে

আবারও তৈরি হবে ইতিহাস৷ জৈব জ্বালানিতে উড়বে বিমান৷ আমাদের প্রতিবেশী দেশ ভারত প্রথমবার ওড়াতে চলেছে জৈব জ্বালানি চালিত এয়ারক্রাফ্ট (Bombardier Q-400)৷ স্পাইসজেট আনছে নতুন এই উদ্ভাবনটি৷

ভারতের দেহরাদুন থেকে উড়বে এই জৈব জ্বালানি চালিত বিমানটি৷ প্রাথমিক পর্বে সময় থাকছে দশ মিনিটের। যেখানে পুরো শহরটিকে পরিভ্রমন করবে বিমানটি৷ পরীক্ষায় সফল হলে দেহরাদুন-দিল্লি রুটে উড়ানো হবে এয়ারক্রাফ্টটিকে৷ ফলাফল পরীক্ষার জন্য বিমানের মধ্যেই উপস্থিত থাকবেন সংস্থার অভিজ্ঞ অফিসার৷

এখনও পর্যন্ত কোন উন্নয়নশীল দেশ পরীক্ষা করেনি জৈব জ্বালানি চালিত বিমান৷ যদিও বেশ কিছু উন্নতদেশ ইতিমধ্যেই এনেছে সমগোত্রীয় জ্বালানি চালিত বিমান৷ দেশগুলির তালিকায় জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া এবং ইউএস৷

এর আগে জৈব জ্বালানিকে ব্যবহার করে বিমান ওড়ানোর চেষ্টা করেছিল আলাস্কা এয়ারলাইনস ও কেএলএম৷ অনেক দেশই বিষয়টিকে নিয়ে চালাচ্ছে পরীক্ষা-নিরীক্ষা পর্ব৷ কারণ অবশ্য একটাই, অ্যাভিয়েশন টারবাইন জ্বালানির থেকে স্বাধীনতা৷ অন্যদিকে, যথেষ্ট দামি এই জীবাশ্ম জ্বালানিটি৷

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/