সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / কাশ্মীরে গোলাগুলি: ভারতীয় পুলিশ অফিসারসহ ৪ জনের মৃত্যু

কাশ্মীরে গোলাগুলি: ভারতীয় পুলিশ অফিসারসহ ৪ জনের মৃত্যু

জম্মু কাশ্মীরের শ্রীনগরে রাতভর পাল্টাপাল্টি হামলায় তিনজন বিচ্ছিন্নতাবাদী নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রাণ গেছে এক ভারতীয় পুলিশ অফিসারেরও।

শনিবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শ্রীনগরের পানথা চৌক এলাকায় এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দ্য হিন্দু।

ভারতীয়বাহিনীর একটি সূত্র জানিয়েছে, পানথা চৌক এলাকায় পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) চেক পয়েন্টে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালালে পাল্টা জবাব দেয় তারা।

এতে তিন বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু হয়। মৃত্যু হয় ভারতীয় পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের।

অভিযানটি চালানোর আগে এলাকাটি ফিরে ফেলেছিল ভারতীয়বাহিনী। অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে পাল্টা জবাব দেয় ভারতীয়বাহিনী। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন- বিশ্বজুড়েই আশুরা পালনে করোনার ছাপ

নিহত এএসআইয়ের নাম বাবু রাম, তিনি জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই। প্রতিপক্ষের গুলিতে আহত হলে তাকে শ্রীনগরের সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী ও ভারতীয়বাহিনীর গোলাগুলির ঘটনায় কাশ্মীরে গত তিন দিনে এই নিয়ে ১০ জনের মৃত্যু হলো। তাতে চলতি বছরে সহিংসতাপূর্ণ এলাকাটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫০ জনে।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/