সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়ায় দূর্বৃত্তকারীরা কৌশলে জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সিম কার্ড তুলে ঐ সিম কার্ড ব্যবহার করে মোটা অংকের চাঁদাদাবী

কুতুবদিয়ায় দূর্বৃত্তকারীরা কৌশলে জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সিম কার্ড তুলে ঐ সিম কার্ড ব্যবহার করে মোটা অংকের চাঁদাদাবী

Simনিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :

মোবাইল সিম ব্যবহার ও সংরক্ষণের জন্য ও সরকার ও বিভিন্ন মোবাইল কোম্পানী কড়াকড়ি নির্দেশনা জারি করলেও কুতুবদিয়ার বিভিন্ন মোবাইল কোম্পানীর কাস্টমার কেয়ার তা অনুসরণ করছে না। সিম কার্ড তুলতেও বিভিন্ন তথ্য খতিয়ে দেখছেনা সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারের কর্মকর্তা ও কর্মচারীরা। যার কারনে প্রতিদিন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ভিআইপি ব্যক্তির ব্যবহারিত মোবাইলের সিম কার্ড কৌশলে বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে তুলে নিচ্ছে দূর্বৃত্তকারীরা। দূর্বত্তকারীরা সিম কার্ড তুলে জনপ্রতিনিধি, বড় বড় ব্যবসায়ীদের ব্যবসায়িক পার্টনারদের এবং তাদের আত্মীয় স্বজনদের মোবাইল নং সংগ্রহ করে মোট অংকের টাকা বিকাশ করে নিয়ে নিচ্ছে। গত কয়েক দিনের মাথায় এ রকম অনেক ঘটনা ঘটেছে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়।

এ ব্যাপারে ভূক্তভোগী কৈয়ারবিল ইউনিয়নের ব্যবসায়ী ইউপি সদস্য মীর কাশেম জানায়, ৩১ অক্টোবর বিকাল আনুমানিক ৪টার সময় তার ব্যবহারিত মোবাইলের রবি সিম কার্ড (০১৮২৯৬৪৫৩১৬) দূর্বৃত্তকারীরা সংশ্লিষ্ট কাস্টমার কেয়ারের কর্মকর্তাদের যোগসাজশে তুলে নিয়ে ব্যবাসায়িক পার্টনারদের এবং কর্মচারীদের এবং আত্মীয় স্বজনদের ফোন নং সংগ্রহ করে বিকাশে টাকা প্রেরণ করতে বলেন। ওইদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় দূর্বৃত্তকারীরা আমার উত্তলনকৃত রবি নং থেকে আমার কর্মচারী দরবার ঘাটের জেটির টোল আদায়কারী মিন্টুর ব্যবহৃত মোবাইল ফোনে (০১৮৬৬৬১১৭৬৯) নং এ আমার পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা বিকাশ করে দিতে বলে। মিন্টু দূর্বত্তকারীদের কন্ঠ আর আমার কন্ঠের মধ্যে মিল না পেয়ে আমার ব্যবহারিত অপর মোবাইল নং (০১৭৯১৩০৩২২৫) এ ফোন করে আমাকে অবগত করলে আমি তাণক্ষণিকভাবে উপজেলার বড়ঘোপ মেডিকেল গেইটস্থ রবি কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে কাস্টমার কেয়ারের কর্মচারীরা সিম কার্ডটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। দূর্বৃত্তকারীরা উত্তলনকৃত সিম থেকে ৬টা ৪২ মিনিটে একবার এবং ৬টা ৪৫ মিনিটে আরও একবার ফোন করে বিকাশে টাকা পাঠানোর জন্য বলে।

এ ব্যাপারে ৩১ অক্টোবর রাতে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডায়েরী নং ১১৩৩। একইভাবে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহর ব্যবহৃত সিম কার্ডও কৌশলে তুলে নেয় দূর্বৃত্তকারীরা। এ ঘটনায়ও থানায় ডায়েরী করা হয়েছে।

এ ব্যাপারে কুতুবদিয়ার বড়ঘোপ মেডিকেল গেইটস্থ রবি কাস্টমার কেয়ারের ম্যানেজার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের কোন কাস্টমার কেয়ার থেকে সিমটি তোলা হয়েছে জানিনা। তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) অং সা থোয়াই জানায়, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান শাকের উল্লাহর ব্যবহৃত মোবাইল ফোনের সিমসহ বেশ কয়েকটি সিম তোলার ঘটনা ঘটেছে, এ কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/