সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / কুমারীত্ব বেচাকেনা!

কুমারীত্ব বেচাকেনা!

আলেজান্দ্রা খেফরেন। ছবি: সংগৃহীত।

আলেজান্দ্রা খেফরেন। তিনি রোমানিয়ার ১৮ বছর বয়সী একজন রোমানিয়ান মডেল। গত বছরের শেষের দিকে নিজের কুমারীত্ব নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। এ যাবৎ এ ধরনের অনেক সংবাদ মিডিয়ায় প্রকাশ হলেও, শেষ পর্যন্ত দেখা যেত- নিলামকারী নিজের কুমারীত্ব বিক্রি করতেন না। মানে তীরে এসে তরী ডোবাতেন না। কিন্তু আলেজান্দ্রা খেফরেন সে রকম করলেন না। অনলাইনে নিলামের মাধ্যমে শেষমেশ নিজের কুমারীত্ব বিক্রি করেই ফেললেন।

আলেজান্দ্রা খেফরেন। ছবি: সংগৃহীত।

জার্মানির সিনড্রেলা এসকর্ট নামে একটি অনলাইন প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের কুমারীত্ব নিলামে তোলেন তিনি। সেখানে হংকংয়ের এক ব্যবসায়ী সর্বোচ্চ দর ২০ লাখ ডলার হেঁকে কুমারীত্ব কিনে নেন। নাম প্রকাশ না করার শর্তে হংকংয়ের ওই ব্যবসায়ীর সঙ্গে আলেজান্দ্রা খেফরেন ইতিমধ্যে আলোচনা সেরে ফেলেছেন, এখন কেবল ডেটিংয়ের অপেক্ষা।

আলেজান্দ্রা খেফরেন। ছবি: সংগৃহীত।

জার্মান অনলাইন নিলামকারী সংস্থা সিনড্রেলা এসকর্ট বলেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে একই সময়ে তিন শতাধিক তরুণী তাঁদের কুমারীত্ব বিক্রির আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ আরব ও এশিয়ার তরুণীরাও ছিলেন। সেখান থেকে সর্বোচ্চ দামে আলেজান্দ্রা খেফরেনের কুমারীত্ব বিক্রি হয়ে যায়।

তবে আলেজান্দ্রা খেফরেন এর কুমারীত্ব নিলামে ব্যাপারে তাঁর বাবা পুলিশ কর্মকর্তা টনি ও মা এলেনার জানান- মেয়ে যদি তাঁর এই হীন সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, তাহলে তাঁকে ত্যাজ্য মেয়ে হিসেবে ঘোষণা করা হবে। কুমারীত্ব নিলামের কারণ হিসেবে আলেজান্দ্রা খেফরেন ঋণগ্রস্ত মা–বাবার বন্ধকি বাড়ি বাঁচানো এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ জোগানোর কথা বলেছেন। কিন্তু অর্থনৈতিক কোনো সমস্যায় নেই বলে জানিয়েছিলেন আলেজান্দ্রার বাবা-মা।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে https://coxview.com/radamel-falcao-footballar-birthday-day/

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে

রাদামেল ফালকাও গার্সিয়া সারাতে (রাদামেল ফালকাও নামে সুপরিচিত) একজন কলম্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ১৯৮৬ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/