সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / চকরিয়ায় বিনামূল্যে ‘আই ক্যাম্প’ অনুষ্ঠিত

চকরিয়ায় বিনামূল্যে ‘আই ক্যাম্প’ অনুষ্ঠিত

Eye Campমুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় গত সোমবার ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় পল্লী সমাজের উদ্যোগে ‘আই ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। আই ক্যাম্পে ২০ জন রোগির চোখ পরীক্ষা করা হয়। চোখ পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ চম্পা আচার্য্য।

আই ক্যাম্প উপলক্ষে পল্লী সমাজের সভা প্রধান খুরশিদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন, সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির সংগঠক শারমিন জাহান, পল্লী সমাজের সাধারণ সম্পাদক হামিদা বেগম, সদস্য শামশুন নাহার, নুর বানু ও সাজেদা বেগম।

সামাজিক ক্ষমতায়ন কর্মসুচির সংগঠক শারমিন জাহান বলেন, ‘চকরিয়া উপজেলায় ৩১ টি পল্লী সমাজ রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি পল্লী সমাজে আই ক্যাম্প করা হবে। সনাক্ত করা চক্ষু রোগিদের চশমা দেওয়া হয়।’

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, কক্সভিউ ডট কম, https://coxview.com/legal-aid-day-rafiq-27-4-2024-2/

লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/