সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু : টেকনাফে প্রথম দিনে ৭৩ শিক্ষার্থী অনুপস্থিত

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু : টেকনাফে প্রথম দিনে ৭৩ শিক্ষার্থী অনুপস্থিত

JSCগিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু প্রথম দিনে ৭৩ জন ছাত্রছাত্রী অনুপস্থিত রয়েছে। এতে ৪১ ছাত্র ও ৩২ ছাত্রী বলে জানা গেছে। তবে কোন শিক্ষার্থী বহিস্কার হয়নি এবং কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। এবারের পরীক্ষায় টেকনাফে ২০৮৫ জন শিক্ষার্থীর মধ্যে জেএসসির ১৬টি বিদ্যালয়ে ১৪৮৫ জন ও জেডিসির ১০টি মাদ্রাসায় ৬০০ জন শিক্ষার্থী রয়েছে।

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের জেএসসির ৩৮৯ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৩৩০ জন শিক্ষার্থী মধ্যে ৩১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে ১৩ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদের মধ্যে ৬ ছাত্র ও ৭ ছাত্রী।

এ কেন্দ্রে বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল হোসাইন সচিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল আবছার সার্বিক দায়িত্ব পালন করেন।

টেকনাফ এজাহার বালিকা উচচ বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৪৭৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৪৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে ১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদের মধ্যে ৭ ছাত্র ও ৮ ছাত্রী।

এ কেন্দ্রে বিদ্যালয় প্রধান শিক্ষিকা শিউলী রানী চৌধুরী সচিব, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ সার্বিক দায়িত্ব পালন করেন।

হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচচ বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ৬১৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৬১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে ১৩ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদের মধ্যে ৯ ছাত্র ও ৪ ছাত্রী।

এ কেন্দ্রে বিদ্যালয় প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী সচিব, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম কুতুবী সার্বিক দায়িত্ব পালন করেন।

অন্যদিকে হ্নীলা রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১০টি মাদ্রাসার ৬০০ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৫৮৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে ৩২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদের মধ্যে ১৯ ছাত্র ও ১৩ ছাত্রী।

এ কেন্দ্রে মাদ্রাসার অধ্যক্ষ কামাল হোছাইন সচিব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ সার্বিক দায়িত্ব পালন করেন।

টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভাঃ) মোঃ নুরুল আবছার জানান, জেএসসি-জেডিসির প্রথম দিনে টেকনাফে ৪টি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পর্ণ হয়েছে। এবারে ৭৩ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীর বিষয়ে বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানকে সর্তকতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। ভবিষ্যতে ঝড়ে পড়ার বিষয়ে প্রতিষ্ঠানসহ প্রধানদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/