সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / টক অব দ্যা নির্বাচন… নৌকা এখন সোনার হরিণ!

টক অব দ্যা নির্বাচন… নৌকা এখন সোনার হরিণ!

Boot - Marka

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

 

দেশের অপরাপর স্থানের ন্যায় পর্যটন শহর কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত বৃহত্তর ঈদগাঁওতে নির্বাচনী আমেজ যতই ঘনিয়ে আসছে ততই পাড়া মহল্লায় সচেতন ভোটার সমাজের মাঝে উত্সাহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা নৌকা প্রতীক পাওয়ার আশায় মরিয়া হয়ে উঠেছে। বৃহত্তর ঈদগাঁও তথা চার ইউনিয়নে প্রায় একাধিক হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা তুঙ্গে রেখেছে। যেন এলাকার সাধারণ লোকজন ও মা-বোনদের কাছ থেকে দোয়া চাচ্ছেন এসব প্রার্থীরা। সব মিলিয়ে আসন্ন ইউপি নির্বাচনে স্ব স্ব ইউনিয়নে প্রার্থীরা কিংবা তাদের পক্ষে আত্মীয়-স্বজনরা মাঠে নেমে পড়েছে প্রচারণায়। এমনকি বর্তমান সময়ে বৃহত্তর ঈদগাঁও তথা চার ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জে টক অব দ্যা নির্বাচন হিসাবে নৌকা এখন সোনার হরিনে পরিণত হয়ে পড়েছে।

নৌকা প্রতীক পেতে যে যার যার অবস্থান থেকে জেলা, উপজেলাসহ কেন্দ্র পর্যন্ত লবিং তত্পরতা চালিয়ে যাচ্ছে। শেষ মুহুর্তে কাদের ভাগ্যে জুটে নৌকা প্রতীক এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন ভোটারসহ দলীয় নেতাকর্মীদের মাঝে।

এদিকে নবীণ-প্রবীণ প্রার্থীরা মনোনয়ন যুদ্ধে নেমে পড়েছে। তন্মধ্যে জেলা সদরের বহুল আলোচিত ইউনিয়ন ঈদগাঁওতে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে রয়েছে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, রাজপথের পরীক্ষিত সৈনিক দলের দুর্দিনের কান্ডারী রাজিবুল হক চৌধুরী রিকোসহ কয়েকজন। জালালাবাদ ইউনিয়নে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ছাত্র সমাজের অভিভাবক ইমরুল হাসান রাশেদসহ আরো দু’জন। ইসলামাবাদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ছিদ্দিক, বর্তমান চেয়ারম্যান নুরুল হকসহ আরো একজনের নাম লোকমুখে শোভা পাচ্ছে। চৌফলদন্ডীতে সদর আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়াছ করিম বাবুল কোং, ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদের নাম সর্বমহলে শোভা পাচ্ছে। তবে সাধারণ ভোটারদের মতে, স্ব স্ব ইউনিয়নে কারাই হচ্ছেন নৌকার কান্ডারী এ নিয়ে বেশ উদ্বেগ-উত্কণ্ঠায় রয়েছে গ্রামগঞ্জের লোকজন ও দলীয় কর্মীরা।

নৌকা নামক সোনার হরিণটি দলের দুঃসময়ে, দুর্দিনে রাজপথে যারা ত্যাগ-তিতিক্ষার শিকার হয়েছিল তারাই পাচ্ছেন কিনা এ নিয়ে সর্বত্র আলোচনা চলছে। তবে প্রকৃত মাঠ পর্যায়ের রাজনীতিবিদদের মূল্যায়ন করলে হয়তো দল ও এলাকার লোকজন অনেকটা এগুবে বলে মত প্রকাশ করেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষ। শেষ পর্যন্ত নৌকা কাদের অনুকূলে যাচ্ছে সেটি এখন দেখার পালা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/