সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / টেকনাফে বন্দুকযুদ্ধে ২ কারবারী নিহত : ৫টি অস্ত্র ও ইয়াবা উদ্ধার, ৩ পুলিশ আহত

টেকনাফে বন্দুকযুদ্ধে ২ কারবারী নিহত : ৫টি অস্ত্র ও ইয়াবা উদ্ধার, ৩ পুলিশ আহত

ফাইল ফটো

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশ ও মাদক ককারবারীদের বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে।

এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৫টি দেশীয় তৈরী অস্ত্র, ২২ হাজার ইয়াবা এবং বেশ কয়েকটি গুলির খোসা। পুলিশ বলছে তারা দুই জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ও এক সময়ের শীর্ষ মানব পাচারকারী।

নিহত ব্যাক্তিরা হলেন, সাবরাং কচুবনিয়া মৃত এনাম শরিফের পুত্র, আব্দুর রশিদ প্রকাশ ডাইল্যা (৪৭), কাটাবনিয়া আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৩৫)।

পুলিশের দাবি, উক্ত ঘটনায় টেকনাফ থানা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন, তারা হচ্ছে, এসআই বোরহান উদ্দিন, এ এস আই ফরহাদ, কনস্টেবল হৃদয়।

তথ্য সূত্রে আরো জানা যায়, ১০ জানুয়ারী রাত দেড়টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়ন খুরেরমুখ মেরিন ড্রাইভ পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ওসি প্রদীপ কুমার দাশ জানান, নিহত দুইজন ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। এদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানব পাচারসহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ইসলামাবাদে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ : আহত ৮

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/