সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / তিন বছর ধরে এক পায়ের উপর জীবন সংগ্রাম ইসলামপুরের ফাহিমের

তিন বছর ধরে এক পায়ের উপর জীবন সংগ্রাম ইসলামপুরের ফাহিমের

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/06/Fahim-Sagar-14-6-21.jpg?resize=540%2C383&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক পায়ের উপর জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে ইসলামপুরের সেই কিশোর ফাহিম।

জানা যায়, বিগত ২০১৮ সালের দিকে (৩ বছর পূর্বে) ইসলামপুর ইউনিয়নের ফুটবল খেলার মাঠ সংলগ্ন মহাসড়ক পারাপার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরন করে ফাহিম। চিকিৎসকের পরামর্শক্রমে পা কেটেছেন বলে জানায় সে। তার চোখেমুখে হতাশার চাপ। অল্প বয়সে পঙ্গুত্ব হয়ে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হল তাকে।

কিশোর ফাহিম ইউনিয়নের নতুন অফিস মোজাহের পাড়ার মৃত ছলিমের পুত্র। স্থানীয় মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ালেখার সুযোগ হয়েছিল তার। ফাহিমের দুর্ঘটনার পরেই তার পিতা মারা যান। সে থেকে তার গর্ভধারিনী মা, এক ভাইয়ের মুখে খাবার যোগাড় করতে এক পায়ের উপর ভর করে জীবন সংগ্রামে নেমে পড়ে এ কিশোর।

১৩ জুন সন্ধ্যায় ঈদগাঁও বাজারে তার সাথে কথা হলে তিনি হতাশ কন্ঠেই উপরোক্ত কথা গুলো জানান। তার মতে, অন্য দশজন কিশোরের মত সেও সুন্দর ভাবে চলতে চাই। পরিবারের মুখে ভাল খাবার পৌছিয়ে দিতে চাই। চিকিৎসা সেবা চালিয়ে বাঁচারও স্বপ্ন দেখেন ফাহিম। বিত্তবানদের একটু সহায়তার মুখে হাসি ফুটতে পারে তার। প্রয়োজনে- ০১৬১৬-০২৯৪০০।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ইসলামাবাদে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ : আহত ৮

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/