সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / তুর্কি ড্রোন ভূপাতিত করল সিরিয়া

তুর্কি ড্রোন ভূপাতিত করল সিরিয়া

একটি তুর্কি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সিরীয় সেনারা। ঘটনাটি ঘটেছে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের সারাকেব শহরের কাছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার ইদলিবে থাকা আসাদ বাহিনীর ৩২৭ সেনা সদস্যকে হত্যার দাবি করে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার এক ঘণ্টা পরই এমন দাবি করেছে সিরীয় সেনারা। এর আগে রোববার সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুই সুখোই-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে তুরস্ক।

মঙ্গলবার দেশটির সরকারি বাহিনীর বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদ সংস্থা ইরান প্রেস জানিয়েছে, শহরের আকাশে ওড়ার সময় ড্রোনটিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়।

মঙ্গলবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় ৩২৭ সিরিয়ান সেনাকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একটি যুদ্ধবিমান, একটি ড্রোন, ছয়টি ট্যাংক, পাঁচটি রকেট লাঞ্চার এবং ২টি বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া তুর্কি সামরিক বাহিনী আসাদ সরকারের তিনটি সাজোঁয়া যান, ছয়টি সামরিক যান এবং গোলাবারুদ রাখার একটি ডিপো ধ্বংস করেছে।

গত ২৭ ফেব্রুয়ারি তুর্কি বাহিনীর ওপর হামলা ৩৪ সেনা নিহত হয়। এ ছাড়া এ হামলায় কয়েক ডজন সেনা আহত হয়। এ প্রতিশোধ নিতেই আঙ্কারা গত রোববার সিরিয়ার ইদলিবে অপারেশন স্প্রিং শিল্ড পরিচালনার ঘোষণা দেয়।

প্রসঙ্গত, সিরিয়ার এম-ফোর এবং এম-ফাইভ দুই মহাসড়কের মাঝে অবস্থিত সারাকেব শহরটি। এম-ফাইভ মহাসড়কটি দক্ষিণে জর্দান সীমান্ত থেকে শুরু হয়েছে উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর পর্যন্ত চলে গেছে। যে কারণে শহরটি আলাদা গুরুত্ব বহন করে।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/