সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ধর্ষণ ঠেকাতে এক মোক্ষম হাতিয়ার বাজারে আনল চীন!

ধর্ষণ ঠেকাতে এক মোক্ষম হাতিয়ার বাজারে আনল চীন!

যৌন হেনস্থা বা ধর্ষণ আটকাতে এবার বাজারে লাইটার অস্ত্র আনল চীন। এই হাতিয়ার রাখতে প্রয়োজন একটুখানি জায়গা। ঘুমানোর সময় হোক বা চলতে ফিরতে, বাজারে যেতে, যেখানে ইচ্ছে আপনি সঙ্গে রাখতে পারবেন এই হাতিয়ার। আসলে এই হাতিয়ার হল সিগারেট লাইটারের মতো দেখতে ছোট্ট একটা যন্ত্র, যার নাম, ফ্লেম থ্রোয়ারস্। আক্রমণকারীর চোখ থেকে শুরু করে শরীরের অন্যন্য অংশ নিমেষে ঝলসে যাবে এই যন্ত্রতে একটু চাপ দিলেই।

জানা যায়, চীনে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এই যন্ত্রটি। নারীরা নিজেরে সুরক্ষার জন্য এই ফ্লেম থ্রোয়ারের স্মরণাপন্ন হচ্ছে। এই অস্ত্র সঙ্গে রাখা সম্পূর্ণ বৈধ।

নারীদের সুরক্ষার জন্য যখন অনেকেই ক্যারাটে-মার্শাল আর্ট শেখার কথা বলছে, হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছে, সেখানে এই ফ্লেম থ্রোয়ার যে নারীদের কাছে বেশ সহজলভ্য এবং জনপ্রিয় হবে তা বলাবাহুল্য।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে https://coxview.com/radamel-falcao-footballar-birthday-day/

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে

রাদামেল ফালকাও গার্সিয়া সারাতে (রাদামেল ফালকাও নামে সুপরিচিত) একজন কলম্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ১৯৮৬ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/