সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / নির্বাচনী হালচাল -কৈয়ারবিল ইউনিয়ন : দলীয় মনোনীত হেভীওয়েট প্রার্থীদের ডিঙ্গিয়ে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী মুকুল

নির্বাচনী হালচাল -কৈয়ারবিল ইউনিয়ন : দলীয় মনোনীত হেভীওয়েট প্রার্থীদের ডিঙ্গিয়ে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী মুকুল

Mukul - Rasel 7-3-16 news 1picনিজস্ব প্রতিনিধি; কুতুবদিয়া :
আসন্ন ২২ মার্চ ইউপি নির্বাচনে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে নির্বাচনী প্রচারনা জমে উঠেছে। তবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ লড়াই হবে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে। উপজেলার সবাই থাকিয়ে রয়েছে এ ইউনিয়নে নির্বাচন দেখার জন্য। কৈয়ারবিল ইউনিয়নে ৪জন প্রার্থীই প্রভাবশালী। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেবে না এলাকার সচেতন মহলের ধারণা। ইতোমধ্যে কৈয়ারবিল ইউনিয়নে আনাচে-কানাছে ,চায়ের দোকানে, বাড়ীতে প্রত্যেক ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা ভোট চেয়ে নিচ্ছেন।

এবার এমনিতেই দলীয় প্রতিক নিয়ে নির্বাচন হওয়ার সুবাদে ভোটারদের মাঝে বাড়তি মজার খোরাক সৃষ্টি হয়েছে। এবার কৈয়ারবিল ইউনিয়নে আ’লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান আজমগীর মাতবর, বিএনপি দলীয় মনোনীত ধানের শীর্ষ প্রতিক নিয়ে উপজেলা বিএনপির সভাপতি জালাল আহম্মদ বি এ (অনার্স), স্বতন্ত্র প্রার্থী কক্সবাজার জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানাবাধিকার কমিশন কুতুবদিয়া শাখার সভাপতি কৈয়ারবিল ইউনিয়নে মরহুম ডাঃ জাবের আহম্মদের সুযোগ্য সন্তান মনোয়ারুল ইসলাম চৌধুরী (মুকুল) ঘোড়া প্রতিক। অপর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবু মুছা আনারস প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব প্রার্থী ও তাদের আত্মীয় স্বজন বিভিন্ন কৌশলে ভোটারদের নিকট ভোট আদায় করার প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।

ব্যানারে ব্যানারে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার ৬ ইউনিয়নের দোকানপাঠ ও বিভিন্ন অলিগলি। নির্বাচনী মতামত জরিপে ইতোমধ্যে দলীয় হেভিওয়েট প্রার্থীদের ডিঙ্গিয়ে স্বতন্ত্র প্রার্থী মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল ঘোড়া প্রতিক নিয়ে প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছে। ইতোমধ্যে ঐ ইউনিয়নের অধিকাংশ ভোটারের মন জয় করে নিয়েছে।

উল্লেখ্য যে ইতোপূর্বে মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল শুধু কৈয়ারবিল ইউনিয়নের জনগণের নয় পুরো কুতুবদিয়ার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমধান করতে সক্ষম হয়ে ছিলেন। নির্বাচনী মতমত যাচাইকালে কৈয়ারবিল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোটার মোঃ শফি এর সাথে কথা হলে তিনি জানায়, এবার কৈয়ারবিল ইউনিয়নে আমরা পরিবর্তন দেখতে চাই। আমরা এমন একজন নেতাকে চেয়ারম্যান বানাবো যে আমাদের বিপদে-আপদে এগিয়ে আসবে। যে নিজের স্বার্থের কথা না ভেবে আমাদের সাধারণ জনগনের কথা চিন্তা করবে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল জানায়, তিনি নির্বাচিত হলে নিঃশ্বর্তে এলাকার মানুষের কাজ করে যাবেন। এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নকে দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/