সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন সাময়িক বহিস্কার

পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন সাময়িক বহিস্কার

 

আরাফাত হোসেন চৌধুরী; উখিয়া :

কক্সবাজারের উখিয়া উপজেলাধীন পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীরকে সাময়িক বরখাস্ত করেছে।

৩১ আগস্ট স্হানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তার বিরুদ্ধে ৩টি মামলা বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় স্হানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক কক্সবাজার সুপারিশ করেছেন।

তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ জিআর ৭০/১৫ উখিয়া, দ্রুত বিচার মামলা নং ২৪/১৮, জিআর নং ৪৪৩/১৮(উখিয়া), সিআর মামলা নং ২৩৫/২২ (উখিয়া)।

এই ব্যাপারে জেসমিন প্রধান জানিয়েছেন তার বিরুদ্ধে উল্লেখিত অভিযোগের কারনে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বলে মনে করে সরকার।

তিনি এও জানিয়েছেন যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

এই ব্যাপারে জানতে চাইলে পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন বলেন অফিসিয়ালি চিঠি পত্র এখনো পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটা দেখেছি। এই নিয়ে জনসাধারণকে কোন ধরনের উশৃঙ্খল আচরণ না করার জন্য অনুরোধ জানিয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব জানিয়েছেন অফিসিয়ালি এধরণের কোন চিঠিপত্র পায়নি। অফিসিয়ালি চিঠি পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/