সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / পিকাসা বন্ধ করছে গুগল

পিকাসা বন্ধ করছে গুগল

pikasa picনতুন গুগল ফটোজ সেবাটিকে অধিক গুরুত্ব দিতে পিকাসা সেবাটিকে বন্ধ করে দিচ্ছে গুগল।

গত শুক্রবার গুগল পিকাসা বন্ধ করে দেওয়ার ঘোষণাটি দিয়েছে। পিকাসাতে যাঁদের অনলাইন ছবি ও ভিডিও অ্যালবাম আছে, তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজ অ্যাকাউন্টে চলে যাবে।

গুগল ফটোজের প্রধান অনিল সাবারওয়াল এক ব্লগ পোস্টে বলেন, ‘আমি বিশ্বাস করি, বিভিন্ন সেবার প্রতি মনোযোগ না দিয়ে একটি সেবার দিকে অধিক মনোযোগী হয়ে আমরা আরও উন্নত সেবা দিতে পারব।

এতে আরও অধিক ফাংশন যুক্ত করার পাশাপাশি মোবাইল ও ডেস্কটপে ব্যবহার করা যাবে।’

সাবারওয়াল বলেন, ছবি ও ভিডিও পিকাসা থেকে স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে চলে আসবে। যাঁরা এ সেবাটি পছন্দ করবেন না, তাঁরা পিকাসা থেকে ছবি দেখতে, ডাউনলোড করতে বা মুছে ফেলতে পারবেন। এই সেবাটি আর হালনাগাদ হবে না বা এতে ছবি যুক্ত করা যাবে না।

সাবারওয়াল বলেন, গুগল ফটোজ হচ্ছে নতুন ও স্মার্ট সেবা। আমরা স্থানান্তর প্রক্রিয়াটির জন্য ক্ষমা চাইছি। নিশ্চিত করে বলতে চাই, আমাদের লক্ষ্য আরও উন্নত অভিজ্ঞতা দেওয়া।

সূত্র: শীর্ষনিউজডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/