সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ফোন খুইয়েছেন? Google-এ সার্চ করুন

ফোন খুইয়েছেন? Google-এ সার্চ করুন

Mobile- (google)অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারিয়েছেন? কিছুতেই খুঁজে পাচ্ছেন না? বাসে, ট্রেনে বা রাস্তায় পড়ে গিয়েছে, অথবা বাড়িতেই কোথায় রেখেছেন, কিছুতেই মনে পড়ছে না কোথায় রেখেছেম। এমন তো আকছারই হয়। এবার আর চিন্তা নেই। উচাটন না হয়ে Google-এর দ্বারস্থ হওয়াই বুদ্ধিমানের। হ্যাঁ, Google-এ সার্চ করলেই পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের হদিশ। কী ভাবে? দেখে নিন।

১. Google সার্চে গিয়ে নিজের জি-মেল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

২. তারপর Google সার্চ-এ লিখুন, ‘Where is my phone’।

৩. একটি ম্যাপ আসবে। ম্যাপের উপরে বাঁদিকে আপনার ফোনের মডেল নম্বর লেখা থাকবে।

৪. Google আপনার ফোনের সঙ্গে যোগাযোগ করে বলে দেবে লোকেশন।

৫. তারপর দুটি অপশন আসবে। একটি অপশন রিং করার জন্য, অপরটি লক করার জন্য। রিং করার অপশনে ক্লিক করলে আপনার ফোনে টানা ৫ মিনিট রিংটোন বাজবে। লক অপশনে ক্লিক করলে মুহূর্তে আপনার ফোন লকড হয়ে যাবে।

এরপরেও ফোনটি খুঁজে না পেলে থানায় রিপোর্ট করাই শ্রেয়। মনে রাখবেন, Google-এর এই পরিষেবা শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাই পাবেন। এবং ফোনের জিপিএস অন থাকতে হবে। iPhone বা মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য নয়।

সূত্র: দেশেবিদেশডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে https://coxview.com/radamel-falcao-footballar-birthday-day/

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে

রাদামেল ফালকাও গার্সিয়া সারাতে (রাদামেল ফালকাও নামে সুপরিচিত) একজন কলম্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ১৯৮৬ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/