সাম্প্রতিক....
Home / জাতীয় / বিটিআরসি’র ১২৮ কোটি টাকা দিতে সিটিসেলকে নির্দেশ

বিটিআরসি’র ১২৮ কোটি টাকা দিতে সিটিসেলকে নির্দেশ

বেসরকারি মোবাইল ফোন কোম্পানি সিটিসেলের কাছে বিটিআরসির পাওনা ১২৮ কোটি টাকা দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সিটিসেলের করা আবেদন খারিজ করে মঙ্গলবার (২২ মে) সকালে এ আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

আইনজীবি বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন আজকে। আবেদন করে সিটিসেলটা যে মোটিফিকেশন অর্ডার চেয়েছিল তা আজকে মিটমাট করে দিয়েছে। এর ফলশ্রুতিতে বিটিআরসির পাওনা ১২৮ কোটি টাকা সিটিসেলকে অনতি বিলম্বে দিতে হবে।

এর আগে, যখন বিটিআরসি এই টাকা রিকভারি করার জন্য সিভিল পিটিশন ফর লিভ টু ফাইল করে ওই লিভ টু ফাইলের বিচারে কোর্ট একটি স্পেশাল কমিটি গঠন করে দিয়েছিল। এছাড়া বলে দিয়েছিল জামিরুল রেজার নেতৃত্বে যে সিদ্ধান্ত আসবে সেটাই ফাইনাল হবে।

এছাড়া এই সিদ্ধান্ত দেয়ার এক মাসের মধ্যে তাদের টাকা দিতে হবে। পরবর্তীতে তাদের সিদ্ধান্ত আসার পরে সিটিসেল একটা মোটিফিকেশন করে একটা আবেদন করেছিল। তারই শুনানিতে আজ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোর্ট দু পক্ষকে শুনে বলে দিয়েছে তাদের আবেদন এখানেই শেষ।’

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন https://coxview.com/islam-zakat-2/

চলতি বছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

  অনলাইন ডেস্ক :এ বছর দেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/