সাম্প্রতিক....
Home / জাতীয় / বিরোধীদলীয় নেতা হতে স্পিকারকে চিঠি জিএম কাদেরের

বিরোধীদলীয় নেতা হতে স্পিকারকে চিঠি জিএম কাদেরের

কে হবেন বিরোধীদলীয় নেতা? জিএম কাদের নাকি রওশন এরশাদ। এ নিয়ে জাতীয় পার্টির মধ্যে আবারো তৈরি হয়েছে মতবিরোধ। এরইমধ্যে বিরোধীদলীয় নেতা হিসেবে নিজের নাম প্রস্তাব করে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। অন্যদিকে বিরোধীদলীয় নেতা হিসেবে রওশন এরশাদকেই বেছে নেয়া হচ্ছে বলে জানান পার্টির মহাসচিব।

২২ টি আসনে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মত বিরোধী দল হিসেবে একাদশ সংসদে যোগ দেয় জাতীয় পার্টি। আর বিরোধীদলীয় নেতার আসনে বসেন দলটির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। যদিও অসুস্থতার কারণে শুরু থেকেই প্রায় নিষ্ক্রিয় ছিলেন তিনি।

এরশাদ মারা যাওয়ারও দুই মাস পূর্ণ হতে চললো। সব মিলিয়ে বিরোধী দলীয় নেতার উপস্থিতি ছাড়াই সংসদ চলছে টানা ৮ মাস। কিন্তু কে হবেন, বিরোধী দলের পরবর্তী নেতা, তা নিয়ে এখনো সিদ্ধান্তেই পৌছাতে পারেনি জাতীয় পার্টি। জিএম কাদের, নাকি আবারো রওশন এরশাদ। এ নিয়ে দলের মধ্যে চলছে ঠান্ডা লড়াই।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে জিএম কাদের জানান, এখনো কারো নামই চূড়ান্ত নয়। বিষয়টি নিষ্পত্তি হবে ৮ তারিখের আগে।

যদিও তার কয়েকঘণ্টা পরেই বিরোধীদলীয় নেতা হিসেবে নিজের নাম প্রস্তাব করে স্পিকারকে চিঠি দেন জিএম কাদের।

তবে রোববার দেয়া সাক্ষাতকারে মহাসচিবের ইঙ্গিত ছিল, বিরোধীদলীয় নেতা হচ্ছেন রওশন এরশাদই।

একাদশ সংসদে প্রথমে বিরোধীদলের উপনেতার দায়িত্ব পেয়েছিলেন জিএম কাদের। এরশাদ জীবিত থাকা অবস্থায় এ পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে রওশনকে দায়িত্ব দিয়ে যান তিনি।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2022/01/Supreme-Court-.jpg

রমজানে স্কুল খোলা থাকবে

অনলাইন ডেস্ক :রমজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/