সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / বৈরুতে কয়েক প্রবাসী আহত, কোন বাংলাদেশি নিহতের খবর নেই

বৈরুতে কয়েক প্রবাসী আহত, কোন বাংলাদেশি নিহতের খবর নেই

লেবাননের বিস্ফোরণে বৈরুত বন্দরে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ের ১৯ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাজটি জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে কাজ করছে। বেশ কয়েকজন প্রবাসীও আহত হয়েছেন। তবে কোনো বাংলাদেশি নিহতের খবর মেলেনি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বিস্ফোরণের পর থেকেই বৈরুত জুড়ে শুধুই হাহাকার। আহতদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। ক্ষয়ক্ষতি এড়াতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে শহরটি।

অন্যদের মতো আতঙ্কে প্রবাসী বাংলাদেশীরাও। ঐ এলাকায় অনেক প্রবাসী কাজ করতেন। তাদের অনেকেই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। ভবনে আটকাও পড়েছেন অনেকে।

একজন প্রবাসী জানান, সেই এলাকায় আমার একজন বন্ধু রয়েছে, সে আহত হয়েছে। আমরা আতঙ্কে রয়েছি।

আরেকজন বলেন, লেবাননে আমরা প্রায় দেড় লাখ প্রবাসী আছি, সবার মধ্যেই আত কাজ করছে।

এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিযুক্ত বাংলাদেশি ক্যাস্টল ক্লাশ করভটে বিএনএস বিজয় দুশো গজের মধ্যে ছিলো।

আরো পড়ুন: বৈরুতে জোড়া বিস্ফোরণে নিহত ৭৮, আহত প্রায় ৪ হাজার

দুর্ঘটনার শিকার প্রবাসীসহ সবার খোঁজ রাখছে দূতাবাস।

প্রথম সচিব শ্রম ও দূতালয় প্রধান বাংলাদেশ দূতাবাস আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ নৌ বাহিনীর ১৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন গুরুতর। জাহাজের তেমন কোন ক্ষতি হয়নি, তবে প্রবাসীদের কিছু আহত হলেও তেমন কোন সিরিয়াস না।

লেবাননে বর্তমানে দেড় লাখ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/