Home / প্রচ্ছদ / ব্যবহার করছে এক্সট্রা পাওয়ার : টেকনাফ-সেন্টমার্টিন জাহাজগুলো চলছে নিজস্ব গতিতে

ব্যবহার করছে এক্সট্রা পাওয়ার : টেকনাফ-সেন্টমার্টিন জাহাজগুলো চলছে নিজস্ব গতিতে

Boot - 5গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ “

টেকনাফ-সেন্টমার্টিন যাত্রীবাহী জাহাজগুলো চলছে প্রতিনিয়ত ঝুকিঁ নিয়ে। জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের নির্দেশ অমান্য করে চলছে নিজস্ব গতিতে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অতিরিক্ত যাত্রীবহন কওে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যবহার করছে এক্সট্রা পাওয়ার। মাঝে মাঝে উপজেলা প্রশাসনের হাতে ধরা পড়লে দিচ্ছে জরিমানা। বেশ কয়েকজন পর্যটক আক্ষেপ করে জানান, প্রতিদিন যেভাবে বেশী যাত্রী নিয়ে জাহাজগুলো চলছে যেকোন মূহুর্তে হয়ে যেতে পারে বড়ধরনের দূর্ঘটনা।

উল্লেখ্য গতকাল ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এলসিটি কাজল জাহাজ ও বে-ক্রুজ জাহাজকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। শনিবার সন্ধ্যায় টেকনাফ দমদমিয়া জেটি ঘাট এলাকায় এসব জাহাজে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাহিদ ইকবালের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম। এ অভিযানে এলসিটি কাজল জাহাজকে ১৫ হাজার ও বে-ক্রু জাহাজ কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবাল জানান, দুটি জাহাজে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হয়। এরপর সন্ধ্যায় একই যাত্রী নিয়ে টেকনাফের ঘাটে ফিরে আসায় তাদের এ জরিমানা করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/