সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভারতে পাঁচ বছর কারাভোগ শেষে থেকে ফেরত আসলো চকরিয়ার মা-মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজন

ভারতে পাঁচ বছর কারাভোগ শেষে থেকে ফেরত আসলো চকরিয়ার মা-মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজন

Zelমুকুল কান্তি দাশ; চকরিয়া :

অবৈধভাবে সীমান্তপথ পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সেই দেশের আদালতে ৫ বছরের সাজা দেওয়ার পর তা ভোগ শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে কক্সবাজারের চকরিয়ার ছেলে-মেয়ে ও মা’সহ একই পরিবারের চারজনকে। তাদের বাড়ি উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা গর্জনতলী এলাকায়। তবে তারা এখনো গ্রামের বাড়িতে ফিরতে পারেনি। বর্তমানে তারা চুয়াডাঙা জেলা পুলিশের হেফাজতে রয়েছে বলে চকরিয়া থানা পুলিশ জানিয়েছে।

চকরিয়ার এই চারজনকে গ্রামের বাড়িতে ফেরত আনতে কক্সবাজার জেলা পুলিশের মাধ্যমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া থানার ওসির কাছে রবিবার রাতে বার্তা প্রেরণ করা হয়েছে। এরপর তাদের পরিবারের অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে থানা পুলিশ নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, এ চারজনের বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচার গর্জনতলী এলাকায়। তারা হলেন সেগুন বাগিচা গর্জনতলী গ্রামের মৃত আবদুস সালামের স্ত্রী আয়েশা খাতুন, ছেলে হেলাল উদ্দিন, মোহাম্মদ হোসেন ও মেয়ে ফাতেমা বিবি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম খান জানান, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ’এর হাতে আটক হন তারা। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজুর পর আদালতে নিয়ে গেলে তাদের ৫ বছর কারাদন্ড প্রদান করেন। এই কারাভোগের পর তাদের দেশে ফেরত পাঠানো হয়। বর্তমানে তারা চুয়াডাঙা পুলিশের হেফাজতে রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/