সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / জীব ও প্রকৃতি / মুখ দিয়ে মূত্রত্যাগ করে এই প্রাণী!

মুখ দিয়ে মূত্রত্যাগ করে এই প্রাণী!

চীনের নরম-খোলের বিশেষ এক প্রজাতির কচ্ছপ। ছবি: সংগৃহীত

প্রত্যেকটি প্রাণীরই মূত্রত্যাগ করার জন্য বিশেষ অঙ্গ রয়েছে। কিন্তু এর আগে হয়ত কেউ শোনেননি যে, কোনো প্রাণী মুখ দিয়ে মূত্রত্যাগ করতে পারে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রমাণিত হয়েছে পৃথিবীতে এমন প্রাণীও রয়েছে! চীনের বিশেষ প্রজাতির এক কচ্ছপ রয়েছে। নরম খোলের এই প্রজাতির কচ্ছপই মুখ দিয়ে মূত্রত্যাগ করে।

ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে এমন একটি প্রাণীরই সন্ধান পাওয়া গেছে, যে প্রাণী মুখ দিয়ে মূত্রত্যাগ করে।


চীনের নরম-খোলের বিশেষ এক প্রজাতির কচ্ছপ। ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষকরা কয়েক বছর আগে লক্ষ্য করেন চীনের এই বিশেষ প্রজাতির কচ্ছপ মুখ দিয়ে মূত্রত্যাগ করেন। ওই কচ্ছপের মুখের ভেতর রয়েছে এক জালক। বিজ্ঞানীরা প্রথমে মনে করেন ওই জালক দিয়ে শ্বাসপ্রশ্বাসের কাজ চালান ওই প্রজাতির কচ্ছপ। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হয়। ওই জালক ব্যবহৃত হয় মূত্রত্যাগ করার জন্য। এমন ঘটনায় গবেষকরাও বিস্মিত হয়ে যান।

গবেষকরা মনে করেন এমন ঘটনা বিরল। ঘটনাটি কচ্ছপের হলেও এই আবিষ্কার মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র:আশরাফ ইসলাম-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

বিশ্ব ভালবাসা দিবস আজ https://coxview.com/hart-love-day/

বিশ্ব ভালবাসা দিবস আজ

অনলাইন ডেস্ক : আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। পৃথিবীর সবচেয়ে দুর্ভেদ্য, ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/