সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র একাই উত্তর কোরিয়াকে মোকাবেলা করতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র একাই উত্তর কোরিয়াকে মোকাবেলা করতে পারে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় চীনের সাহায্য ছাড়াই একাই পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।

২ এপ্রিল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, ‘চীন যদি উত্তর কোরিয়ার সঙ্গে সমস্যা মোকাবেলায় ব্যবস্থা না নেয় বা যদি পিয়ংইয়ং এর ওপর যথেষ্ট চাপ সৃষ্টি না করে তাহলে যুক্তরাষ্ট্র একাই ব্যবস্থা নিতে পারে’।

তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। চীনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি উত্তর কোরিয়ার বিষয়ে আমাদের সহযোগিতা করবে নাকি করবে না। যদি তারা সেটা করে তাহলে চীনের জন্য সেটা খুবই ভালো হবে। আর যদি তারা না করে তাহলে এটা কারো জন্যই ভালো হবে না।’

চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন আর এ সময় মিসাইল পরীক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/