সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত মরদেহ উদ্ধার

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2019/12/Lash-18-3-18.jpg?resize=620%2C349&ssl=1
ফাইল ফটো

নিজস্ব প্রতিনিধি; উখিয়া :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের লাইনের বাইরে মাটি চাপা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


২২ জুলাই (শনিবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড় থেকে অজ্ঞাত পরিচয়ের মরদেহ উদ্ধার করা হয়।


উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামক এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া মরদেহের হাত দেখতে পেয়ে উখিয়া থানা পুলিশকে জানায়। উখিয়া থানার এসআই আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪ এক্সটেনশনের বাহিরে কালমারছড়া গহীন পাহাড়ে মাটি চাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আমরা এই মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।


উখিয়া থানার এসআই আবদুল ওয়াহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮/৯ দিন পূর্বে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটিকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে মাটি চাপা দিয়ে থাকতে পারে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ইসলামাবাদে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ : আহত ৮

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/