সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় বিক্রয়কালে ৩ বস্তা পাঠ্যবই জব্দ

লামায় বিক্রয়কালে ৩ বস্তা পাঠ্যবই জব্দ

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

বান্দরবানের লামায় মাধ্যমিক পর্যায়ের তিন বস্তা সরকারী পাঠ্যবই বিক্রয়কালে ক্রেতাসহ ১টি মাহিন্দ্রা জব্দ করেছে স্থানীয়রা। বুধবার দুপুরে লামার রুপসীপাড়া বাজার এলাকা থেকে এসব বই জব্দ করা হয়। আটক ক্রেতা মোঃ জসিম উদ্দিন লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা।

জানা গেছে, সরকারী নিয়ম না মেনে রুপসীপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বিভিন্ন শ্রেণীর তিন বস্তা পাঠ্য বই জসিম উদ্দিন নামের এক ফেরিওয়ালার নিকট বিক্রি করেন। এমন খবর পেয়ে স্থানীয়রা বই ভর্তি মাহিন্দ্রসহ ক্রেতা জসিম উদ্দিনকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সোপর্দ করে। পরে নির্বাহী অফিসার বইগুলো লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা গুদামে রাখার নির্দেশ দেন।

ক্রেতা জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের কাছ থেকে দুই হাজার টাকায় বইগুলো কিনেছি। এ বিষয়ে রুপসীপাড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম জানান, বিদ্যালয় পরিচালনা কমিটি রেজুলেশনের মাধ্যমে পুরাতন বইগুলো বিক্রির সিদ্ধান্ত গ্রহন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু সাংবাদিকদের বলেন, আটক বই গুলো লামা ফাজিল মাদ্রাসার গুদামে রাখা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/