সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / আহ! কী শান্তির ঘুম

আহ! কী শান্তির ঘুম

দেখে মনে হতে পারে ঘুমের জন্য জায়গাটা অস্বস্তিকর। কিন্তু না এটাই তার জন্য আরামদায়ক

দেখে মনে হতে পারে ঘুমের জন্য জায়গাটা অস্বস্তিকর। কিন্তু না এটাই তার জন্য আরামদায়ক

অলস প্রাণি বলে বিড়ালের আলাদা একটা পরিচিতি আছে। অধিকাংশ বিড়াল দিনে ১৬ থেকে ২০ ঘণ্টা ঘুমায়। মানুষের জন্য এটা মাত্রারিক্ত হলেও বিড়ালের জন্য তা স্বাভাবিক।

ঘুমপ্রিয় এই প্রাণি সাধারণত উঁচু জায়গা, বাক্স বা কুঠরির মধ্যে ঘুমাতে ভালোবাসে। তবে তারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকলেও মুহুর্তের মধ্যেই কর্মের জন্য প্রস্তুত হয়ে যায়।

দেখুন ঘুমপ্রিয় বিড়ালের ঘুমের ছবি –

দেখুন ঘুমপ্রিয় বিড়ালের ঘুমের ছবি -

বিড়ালের ছোট্ট বাচ্চাটা তার মালিকের পকেটের মধ্যেই ঘুমাচ্ছে

খেলতে খেলতে ক্লান্ত, তাই বসেই ঘুমিয়ে পড়েছে

খেলতে খেলতে ক্লান্ত, তাই বসেই ঘুমিয়ে পড়েছে

একদম শরীরের আকার অনুযায়ী একটা বাক্স খুঁজে বের করে আরামে ঘুমাচ্ছে বিড়ালটি

একদম শরীরের আকার অনুযায়ী একটা বাক্স খুঁজে বের করে আরামে ঘুমাচ্ছে বিড়ালটি

মনে হচ্ছে বেডরুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে

মনে হচ্ছে বেডরুমে শুয়ে বিশ্রাম নিচ্ছে

দেখে মনে হবে বিড়ালটি বোধহয় বেঁচে নেই। কিন্তু না, মাথাটা নিচের দিকে দিয়ে সে ঘুমাচ্ছে।

দেখে মনে হবে বিড়ালটি বোধহয় বেঁচে নেই। কিন্তু না, মাথাটা নিচের দিকে দিয়ে সে ঘুমাচ্ছে।

রেডিয়টরকে আলিঙ্গন করে ঘুমাচ্ছে বিড়ালটি

রেডিয়টরকে আলিঙ্গন করে ঘুমাচ্ছে বিড়ালটি

খাবারের ছোট পাত্রের মধ্যেই ঘুম

খাবারের ছোট পাত্রের মধ্যেই ঘুম

দেখে মনে হবে সবচেয়ে বেশি অস্বস্তিকর জায়গা এটি। কিন্তু এর মধ্যেই দিব্যি আরামে ঘুমাচ্ছে সে

দেখে মনে হবে সবচেয়ে বেশি অস্বস্তিকর জায়গা এটি। কিন্তু এর মধ্যেই দিব্যি আরামে ঘুমাচ্ছে সে

সামান্য একটু জায়গা পেলেই হয়, হোক না তা জুতার ভেতর বা কাঠের কুঠরি, এমন সংকীর্ণ জায়গাতেই তো তাদের ঘুম ভালো হয়

সামান্য একটু জায়গা পেলেই হয়, হোক না তা জুতার ভেতর বা কাঠের কুঠরি, এমন সংকীর্ণ জায়গাতেই তো তাদের ঘুম ভালো হয়

 

ডিভিডির শেলফে ঘুমানোর জন্য ঠিকই জায়গা করে নিয়েছে বিড়ালটি

ডিভিডির শেলফে ঘুমানোর জন্য ঠিকই জায়গা করে নিয়েছে বিড়ালটি

 

ঘুমানোর জন্য সে জায়গা বেছে নিয়েছে কুকুরে পিঠকে। তবে কুকুর কিন্তু তাতে কিছু মনে করেনি।

ঘুমানোর জন্য সে জায়গা বেছে নিয়েছে কুকুরে পিঠকে। তবে কুকুর কিন্তু তাতে কিছু মনে করেনি।

 

আহ! কী শান্তি। শান্তিতে ঘুমাচ্ছে বিড়াল। আর তা সেই দৃশ্য দেখছে তার মালিক

আহ! কী শান্তি। শান্তিতে ঘুমাচ্ছে বিড়াল। আর তা সেই দৃশ্য দেখছে তার মালিক

 

 

 

সূত্র:risingbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৯ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে https://coxview.com/mohammad-abdul-jalil-birthday-day/

৯ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে

মোহাম্মদ আবদুল (এম এ) জলিল (যিনি হাফেয এম.এ জলিল/মেজর জলিল ও অধ্যক্ষ এম.এ জলিল নামেও ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/