সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / শিলখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন

শিলখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন

SAMSUL ALAM KADAREE-----1

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহি শিলখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৮এপ্রিল সোমবার বিদ্যালয়ে অনুষ্টিত গোপন ব্যালটের রায় গ্রহনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্টিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বীতার মধ্য দিয়ে অনুষ্টিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রবীন সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী প্রাক্তন মেম্বার এম. সামশুল আলম কাদেরী।

সূত্র জানায়, উপজেলার স্বনামধন্য শিলখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদের নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হন নির্বাচিত সামশুল আলম কাদেরী, বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আলহাজ জসিম উদ্দিন আহমদ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন আহমদ। ত্রিমুখী প্রতিদ্বন্ধীতায় অনুষ্টিত চরম অনিশ্চয়তার এ নির্বাচনে এম. সামশুল আলম কাদেরী সভাপতি নির্বাচিত হন।

এদিকে, শিলখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদের নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রবীন সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী প্রাক্তন মেম্বার এম. সামশুল আলম কাদেরী সভাপতি নির্বাচিত হওয়ায় শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, প্রতিষ্ঠাতা সভাপতি রিদুয়ান নাজেরী, সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন আহমদ, সাবেক আহব্বায়ক নেজাত মুহাম্মদ, শিলখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান-১ আওয়ামীলীগ নেতা মোঃ নুরুল আলম এমইউপি, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাংবাদিক ছগির আহমদ আজগরী ও মোঃ জয়নাল আবেদীন প্রাণঢালা অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবীন এ শিক্ষানুরাগীর সার্বিক তত্ত্বাবধানে শিলখালী উচ্চ বিদ্যালয় তার অতিত দিনের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/