সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / শীর্ষ ১০ ইউটিউবারের আয়

শীর্ষ ১০ ইউটিউবারের আয়

বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা, নিজ নামে পণ্যসামগ্রী বিক্রি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যান্য উৎস থেকে আয়ের কর কর্তনের আগের আনুমানিক হিসাব করে শীর্ষ আয়ের কয়েকটি ইউটিউবের নামের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস।

ফোর্বসের শীর্ষ ইউটিউবারদের তালিকায় প্রথমস্থানে রায়ানস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ২০১৯ সালে আয় করেছে দুই কোটি ৬০ লাখ ডলার। যা টাকায় দাঁড়ায় ২২১ কোটি। দ্বিতীয় স্থানে রয়েছে ডিউড পারফেক্ট চ্যানেল। এর পরই নাসতিয়ার নাম। বছরে শীর্ষ ১০ ইউটিউবারের মোট আয় ১৬ কোটি ২০ লাখ ডলার।

আসুন দেখে নিন শীর্ষ ১০ ইউটিউবারের তালিকাটি–

১. রায়ান কাজি : ২ কোটি ৬০ লাখ ডলার

২. ডিউড পারফেক্ট : ২ কোটি ডলার

৩. নাসতিয়া : ১ কোটি ৮০ লাখ ডলার

৪. রেট অ্যান্ড লিংক : ১ কোটি ৭৫ লাখ ডলার

৫. জেফরি স্টার : ১ কোটি ৭০ লাখ ডলার

৬. প্রিস্টন আর্সমেন্ট : ১ কোটি ৪০ লাখ ডলার

৭. পিউডিপাই : ১ কোটি ৩০ লাখ ডলার

৮. মারকিপ্লায়ার : ১ কোটি ৩০ লাখ ডলার

৯. ডেনিয়েল মিডলটন : ১ কোটি ২০ লাখ ডলার

১০. ইভান ফং : ১ কোটি ১৫ লাখ ডলার

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/