সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযানে আটক ২৩ জনকে মুক্তি

সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযানে আটক ২৩ জনকে মুক্তি

দুর্নীতির অভিযোগে সৌদি আরবে আটক দুই শতাধিক ধনী ও প্রভাবশালীর মধ্যে ২৩ জনকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার সৌদি সংবাদমাধ্যম ওকাজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে মুক্তি পাওয়া ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে আরও অনেককে মুক্তি দেয়া হবে বলে খবরে জানানো হয়েছে।

এদিকে সদ্য মুক্তি পাওয়াদের একজন হচ্ছেন সৌদি টেলিকমের সাবেক প্রধান নির্বাহী সৌদ আল দাউইশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হাস্যোজ্জ্বল ভিডিও পোস্ট করা হয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে রাজপরিবারের সদস্যসহ সরকারের প্রভাবশালী দুই শতাধিক ব্যক্তিকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/