Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / সৌরজগতের বাইরে ৮ গ্রহে আশার আলো

সৌরজগতের বাইরে ৮ গ্রহে আশার আলো

planet- 1

গত ১০ মে, নাসা সৌরজগতের বাইরে আরো নতুন ১,২৮৪টি গ্রহের একটি তালিকা প্রকাশ করছে। এর ফলে সৌরজগতের বাইরে আবিস্কৃত মোট গ্রহের সংখ্যা দাড়াল ৩,০০০ এর বেশি।

নাসার মতে, ওগুলো আমরা শুধু শনাক্ত করতে পেরেছি। বিজ্ঞানীরা এখন বিশ্বাস করছে যে, গড়ে মিল্কিওয়ের প্রতিটি নক্ষত্র অর্থাত্ তারকার কক্ষপথে অন্তত একটি করে গ্রহ রয়েছে।

আর সেখানে আমাদের একা নীহারিকাতেই ১০০ বিলিয়নের চেয়ে বেশি তারকা রয়েছে।

এত সংখ্যায় গ্রহ থাকার পর এটা এখন বিশ্বাস করা কঠিন যে, এই পৃথিবী গ্রহের বাইরে আর কোথাও প্রাণের অস্তিত্ব নেই।

এ প্রতিবেদনে আমাদের সৌরজগতের বাইরেও প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়ার সবচেয়ে সম্ভাবনাময় কিছু জায়গা তুলে ধরা হলো। অর্থাত্ যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে আশার আলো দেখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা একটি গ্রহ বাসযোগ্য কিনা তা কিছু বিষয়ের ওপর ভিত্তি করে বিচার বিবেচনা করে থাকেন যেমন তার আকার, গ্রহটির মাটির ধরণ এবং আশ্রয়দাতা তারকা থেকে তার দূরত্ব। একটি গ্রহ যত বেশি পাথুরে হবে এবং তারকার ‘গোল্ডিলক জোন’ যত কাছাকাছি থাকবে ততই গ্রহটিতে তরল জলের অস্তিত্ব থাকার সম্ভবনা বৃদ্ধি পাবে এবং এতে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা তত বেশি হবে।

উপরোক্ত মাপকাঠির ভিত্তিতে, এক্সোপ্ল্যানেট কেপলার ৪৪২বি কে আসলে এমনকি পৃথিবীর চেয়ে আরো বাসযোগ্য বলে বিবেচনা করা যায়। পৃথিবীর কাছাকাছি আকারের এই গ্রহটি ২০১৫ সালে আবিষ্কৃত হয়। এটি পৃথিবী থেকে প্রায় ১,১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি আমাদের সূর্যের চেয়ে সামান্য শীতল অবস্থায় একটি তারকার বসবাসযোগ্য কক্ষপথে পরিভ্রমণ করে এবং যদি এটি সক্রিয় একটি পাথুরে গ্রহে পরিণত হয় তবে তা পৃথিবীর ভরের দ্বিগুণ হতে পারে।

উপরোক্ত মাপকাঠির ভিত্তিতে, এক্সোপ্ল্যানেট কেপলার ৪৪২বি কে আসলে এমনকি পৃথিবীর চেয়ে আরো বাসযোগ্য বলে বিবেচনা করা যায়। পৃথিবীর কাছাকাছি আকারের এই গ্রহটি ২০১৫ সালে আবিষ্কৃত হয়। এটি পৃথিবী থেকে প্রায় ১,১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি আমাদের সূর্যের চেয়ে সামান্য শীতল অবস্থায় একটি তারকার বসবাসযোগ্য কক্ষপথে পরিভ্রমণ করে এবং যদি এটি সক্রিয় একটি পাথুরে গ্রহে পরিণত হয় তবে তা পৃথিবীর ভরের দ্বিগুণ হতে পারে।

 

 

২০১৪ সালে আবিষ্কৃত কেপলার ১৮৬এফ, গ্রহ নক্ষত্রের গোল্ডিলক জোনে অবস্থিত পৃথিবীর সম-আকারের প্রথম গ্রহ। গ্রহটি পৃথিবীর চেয়ে মাত্র ১০% বড় এবং এটি প্রমাণ করে যে এটিতে একটি পাথুরে গঠন রয়েছে। গ্রহটি প্রায় ৫০০ আলোকবর্ষ দূরে একটি তারকা কক্ষপথে সূর্যের চেয়ে শীতল এবং লাল অবস্থায় পরিভ্রমণ করে।

২০১৪ সালে আবিষ্কৃত কেপলার ১৮৬এফ, গ্রহ নক্ষত্রের গোল্ডিলক জোনে অবস্থিত পৃথিবীর সম-আকারের প্রথম গ্রহ। গ্রহটি পৃথিবীর চেয়ে মাত্র ১০% বড় এবং এটি প্রমাণ করে যে এটিতে একটি পাথুরে গঠন রয়েছে। গ্রহটি প্রায় ৫০০ আলোকবর্ষ দূরে একটি তারকা কক্ষপথে সূর্যের চেয়ে শীতল এবং লাল অবস্থায় পরিভ্রমণ করে।

গ্লিসে ৬৬৭সিসি এক ধরণের শীতল, অস্পষ্ট তারকা যেটিকে একটি লাল বামন নামে ডাকা হয় এবং এটি পৃথিবী থেকে ২৪ আলোকবর্ষ দূরে। ২০১১ সালে আবিষ্কৃত এই পাথুরে গ্রহটি তার নক্ষত্রের বাসযোগ্য জোনের মধ্যে অবস্থিত। এটি পৃথিবীর ভরের প্রায় চার গুণ বলে অনুমান করা হচ্ছে কিন্তু বিজ্ঞানীরা এখনো এর আকার নির্ধারণ করতে সক্ষম হয়নি।

গ্লিসে ৬৬৭সিসি এক ধরণের শীতল, অস্পষ্ট তারকা যেটিকে একটি লাল বামন নামে ডাকা হয় এবং এটি পৃথিবী থেকে ২৪ আলোকবর্ষ দূরে। ২০১১ সালে আবিষ্কৃত এই পাথুরে গ্রহটি তার নক্ষত্রের বাসযোগ্য জোনের মধ্যে অবস্থিত। এটি পৃথিবীর ভরের প্রায় চার গুণ বলে অনুমান করা হচ্ছে কিন্তু বিজ্ঞানীরা এখনো এর আকার নির্ধারণ করতে সক্ষম হয়নি।

আলফা সেনটেওরি একটি তিন তারকা গ্রহ যা পৃথিবী থেকে মাত্র ৪ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সম্প্রতি খ্যাতি অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে যখন স্টিফেন হকিং এবং ইউরি মিলনারের উদ্যোগে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করতে সেখানে ন্যানোক্রাফটস পাঠানোর জন্য ‘সাফল্যদায়ক স্টারশোট’ পরিকল্পনা ঘোষণা করেন। জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, এর গোল্ডিলক জোনে পৃথিবীর মতো একটি তারকা গ্রহ বিদ্যমান থাকার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

আলফা সেনটেওরি একটি তিন তারকা গ্রহ যা পৃথিবী থেকে মাত্র ৪ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি সম্প্রতি খ্যাতি অর্জন করেছে বলে দাবি করা হচ্ছে যখন স্টিফেন হকিং এবং ইউরি মিলনারের উদ্যোগে প্রাণের অস্তিত্ব অনুসন্ধান করতে সেখানে ন্যানোক্রাফটস পাঠানোর জন্য ‘সাফল্যদায়ক স্টারশোট’ পরিকল্পনা ঘোষণা করেন। জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, এর গোল্ডিলক জোনে পৃথিবীর মতো একটি তারকা গ্রহ বিদ্যমান থাকার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে।

মৌনভাবে অবস্থান ও কঠোর সংযমের জন্য বিখ্যাত পৃথিবী থেকে মাত্র ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত ট্রেপ্পিস্ট-১ নামের একটি অতি শীতল বামন তারকা সম্প্রতি শিরোনামে উঠে আসে যখন জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কক্ষপথে তিনটি পৃথিবীর সম-আকারের গ্রহ আবিষ্কার করে। যদিও গ্রহটি তারকা এর বসবাসযোগ্য জোনে অবস্থিত নয়, কিন্তু দুটি গ্রহই সবসময় সূর্যের দিকে সম্মুখভাগ রেখে অবস্থান করে এবং এটি গ্রহটিতে পানির ধারা এবং প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনার কথাই প্রতিয়মান করে।

মৌনভাবে অবস্থান ও কঠোর সংযমের জন্য বিখ্যাত পৃথিবী থেকে মাত্র ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত ট্রেপ্পিস্ট-১ নামের একটি অতি শীতল বামন তারকা সম্প্রতি শিরোনামে উঠে আসে যখন জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কক্ষপথে তিনটি পৃথিবীর সম-আকারের গ্রহ আবিষ্কার করে। যদিও গ্রহটি তারকা এর বসবাসযোগ্য জোনে অবস্থিত নয়, কিন্তু দুটি গ্রহই সবসময় সূর্যের দিকে সম্মুখভাগ রেখে অবস্থান করে এবং এটি গ্রহটিতে পানির ধারা এবং প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনার কথাই প্রতিয়মান করে।

২০১১ সালে কেপলার ২২বি যখন আবিষ্কৃত হয়, তখন এটিকে এ যাবতকালে আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বেশি পৃথিবীর মতো একটি গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছিল। এটি অনায়েসে সূর্যের মতো নক্ষত্রের গোল্ডিলক জোন ৬০০ আলোকবর্ষ দূরে বৃত্তাকারে পরিভ্রমণ করে। এটি পৃথিবীর আকারের দ্বিগুণের চেয়েও আরো সামান্য বড় এবং এর ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা ৭২ ডিগ্রি ফারেনহাইট।

২০১১ সালে কেপলার ২২বি যখন আবিষ্কৃত হয়, তখন এটিকে এ যাবতকালে আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বেশি পৃথিবীর মতো একটি গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছিল। এটি অনায়েসে সূর্যের মতো নক্ষত্রের গোল্ডিলক জোন ৬০০ আলোকবর্ষ দূরে বৃত্তাকারে পরিভ্রমণ করে। এটি পৃথিবীর আকারের দ্বিগুণের চেয়েও আরো সামান্য বড় এবং এর ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা ৭২ ডিগ্রি ফারেনহাইট।

কেপলার ৬২, যা প্রায় ১২০০ আলোকবর্ষ দূরের একটি তারকা এবং যেটি আমাদের সূর্যের চেয়ে সামান্য শীতল, এটি দুটি সম্ভাব্য বসবাসযোগ্য গ্রহের বাসস্থান। কেপলার ৬২ই এবং কেপলার ৬২এফ, যারা ২০১৩ সালে আবিষ্কৃত হয় তারা উভয়ই এক একটি সুপার-পৃথিবী। যার অর্থ তারা আমাদের গ্রহের তুলনায় আরো ব্যাপক। উভয় তারকা এর গোল্ডিলক জোনে অবস্থিত।

কেপলার ৬২, যা প্রায় ১২০০ আলোকবর্ষ দূরের একটি তারকা এবং যেটি আমাদের সূর্যের চেয়ে সামান্য শীতল, এটি দুটি সম্ভাব্য বসবাসযোগ্য গ্রহের বাসস্থান। কেপলার ৬২ই এবং কেপলার ৬২এফ, যারা ২০১৩ সালে আবিষ্কৃত হয় তারা উভয়ই এক একটি সুপার-পৃথিবী। যার অর্থ তারা আমাদের গ্রহের তুলনায় আরো ব্যাপক। উভয় তারকা এর গোল্ডিলক জোনে অবস্থিত।

কেপলার ৪৫২বি আরেকটি সুপার আর্থ যা আমাদের পৃথিবী থেকে ১৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি এমন একটি তারকা যে আমাদের সূর্যের চেয়ে ১.৫ বিলিয়ন বছর পুরোনো কিন্তু ঠিক সূর্যের মতোই গরম। গ্রহটি ২০১৫ সালে আবিষ্কৃত হয়। ৬ বিলিয়ন বছর ধরে এই তারকা এর গোল্ডিলক জোনে রয়েছে। প্রাণের অস্তিত্বের উপযোগী সঠিক উপাদানগুলো গঠনে এবং শর্তসমূহ পূরণে এটি প্রচুর সময় নিয়েছে।

কেপলার ৪৫২বি আরেকটি সুপার আর্থ যা আমাদের পৃথিবী থেকে ১৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি এমন একটি তারকা যে আমাদের সূর্যের চেয়ে ১.৫ বিলিয়ন বছর পুরোনো কিন্তু ঠিক সূর্যের মতোই গরম। গ্রহটি ২০১৫ সালে আবিষ্কৃত হয়। ৬ বিলিয়ন বছর ধরে এই তারকা এর গোল্ডিলক জোনে রয়েছে। প্রাণের অস্তিত্বের উপযোগী সঠিক উপাদানগুলো গঠনে এবং শর্তসমূহ পূরণে এটি প্রচুর সময় নিয়েছে।

সূত্র:মোখলেছুর রহমান/risingbd.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2018/10/Tharmameter.jpg

দেশে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি

  অনলাইন ডেস্ক :দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/