সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / ১৫ জুলাই; ইতিহাসের এইদিনে

১৫ জুলাই; ইতিহাসের এইদিনে

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2023/07/Rashid-Haider-Birthday-Day.jpg?resize=540%2C330&ssl=1
লেখক, সম্পাদক, সাংবাদিক, ঔপন্যাসিক, গবেষক, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক রশীদ হায়দার ১৯৪১ সালের এইদিনে পাবনার দোহাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

অনলাইন ডেস্ক :
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

  • ১০৯৯ – ক্রুসেডাররা বাইতুল মোকাদ্দাস দখল করে
  • ১৫৮৮ – বৃটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।
  • ১৮১৫ – ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন।
  • ১৮৫৭ – কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত।
  • ১৯১২ – ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু হয়।
  • ১৯৩৫ – কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।
  • ১৯২৭ – অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।
  • ১৯৩৯ – নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।
  • ১৯৪৪ – দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে।
  • ১৯৪৮ – জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ।
  • ১৯৭৩ – বাংলাদেশ এর সংবিধান প্রথম সংশোধনী পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়। এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধের জন্য আইন পাস ও তা কার্যকর করা হয়।
  • ১৯৭৫ – মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূ্যয়ে নভোযানের সংঘর্ষে বিস্কোরণ।
  • ১৯৭৭ – বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
  • ১৯৮৭ – তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম।
  • ১৯৯৮ – বাংলাদেশ সরকার কর্তৃক ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়’ নামে নতুন মন্ত্রণালয় গঠন।
  • ২০১০ – ভারতীয় টাকার প্রতীক (₹) ভারত সরকার সর্বসমক্ষে প্রকাশ করে।

জন্ম :

  • ১৬০৬ – রেমব্রন্ট, হল্যান্ডীয় শিল্পী।
  • ১৮২০ – অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার।
  • ১৮৬১ – শরৎকুমারী চৌধুরাণী, বাঙালি লেখিকা।
  • ১৮৯৩ – নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।
  • ১৯০৩ – কুমার স্বামী কামরাজ নাদার, ভারত-রত্নে সম্মানিত রাষ্ট্রনেতা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী।
  • ১৯১৭ – আফগান কমিউনিস্ট নেতা নূর মোহাম্মদ তারাকি।
  • ১৯২৫ – বাদল সরকার, বাঙালি নাট্যব্যক্তিত্ব।
  • ১৯৪১ – রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক।
  • ১৯৫৪ – মারিও কেম্পেস, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।
  • ১৯৫৯ – ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন।
  • ১৯৬১ – ফরেস্ট হুইটেকার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।
  • ১৯৭৬ – ডিয়ান ক্রুগা, জার্মান-মার্কিন অভিনেত্রী ও ফ্যাশন মডেল।
  • ১৯৭৭ – আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার।

মৃত্যু :

  • ১৮১৭ – রুশ অভিযাত্রী, ভারতবিদ্যা বিষয়ের পণ্ডিত ও বেঙ্গলি থিয়েটারের প্রতিষ্ঠাতা গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ।
  • ১৮৭৮ – সমাজ সংস্কারক রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।
  • ১৯০৪ – আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।
  • ১৯১৯ – নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ এমিল ফিশার।
  • ১৯৬০ – লরেন্স টিবেট, মার্কিন অপেরা সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র ও বেতার অভিনেতা।
  • ১৯৭৭ – রুশ লেখক কনস্তানতিন ফেদিনে।
  • ২০১০ – প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যু।
  • ২০১২ – সেলেস্ট হোম, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।
  • ২০১৭ – মার্টিন ল্যান্ডাউ, মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট।

ছুটি ও অন্যান্য :

  • নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস (বাংলাদেশ)।
Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/