সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ৮৮ আরোহীসহ মিশরের বিমান ছিনতাই

৮৮ আরোহীসহ মিশরের বিমান ছিনতাই

Biman Egypt

মিশরের বিমান সংস্থা ইজিপ্ট এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বিমানটি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি ছিনতাইয়ের কবলে পড়েছে বলে পাইলট জানিয়েছেন।

মিশরের কর্তৃপক্ষ জানিয়েছে, এ ৩২০ এয়ারবাসের ফ্লাইট নম্বর হচ্ছে এমএসআর ১৮১। বিমানটিতে ৮১ জন যাত্রী ও সাতজন ক্রু রয়েছেন ।

স্থানীয় সময় সকাল ৮টায় অভ্যন্তরীণ রুটের বিমানটি কায়রোর উদ্দেশে আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়ন করে। এর আধা ঘণ্টা পরে বিমানের পাইলট কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। ওই সময় জানানো হয়, বিমানটি ছিনতাইয়ের কবলে পড়েছে। বিমানটিতে কমপক্ষে একজন সশস্ত্র ছিনতাইকারী রয়েছে বলে জানা গেছে। সকাল ৮টা ৫০ মিনিটে বিমানটি সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করে।

ছিনতাইকারীদের পক্ষ থেকে এখনো কোনো দাবি জানানো হয়নি। তবে বিমানটিতে বোমা রয়েছে বলে সাইপ্রাসের কর্মকর্তারা সন্দেহ করছেন।

সূত্র: রাইজিংবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/