Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

অনলাইন ডেস্ক :
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাড়িতে তল্লাশির জেরে মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। ওই মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার ফ্লোরিডার বাসভবনে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তের নামে গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে। অবিলম্বে এ প্রক্রিয়া স্থগিত করা হোক।

গত ৮ আগস্ট তার ফ্লোরিডার বাসভবন থেকে একাধিক নথি উদ্ধার করে এফবিআই কর্মকর্তারা। যার মধ্যে বেশ কয়েকটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ‘নজিরবিহীন ক্ষতির কারণ’ হতে পারে বলে জানিয়েছেন তারা।

ডোনাল্ড ট্রাম্পের একজন মুখপাত্র টেইলর বুডোউইচ নথিপত্র জব্দের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

এ প্রসঙ্গে সোমবার ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা আদালতে বলেছেন, একজন থার্ড পার্টি অ্যাটর্নি জেনো নিয়োগ দেওয়া হয়, যিনি যাচাই করে দেখবেন যে, এসব নথিপত্র নির্বাহী সুবিধার আওতায় পড়ে কি না। সেটা হলে বেশ কিছু যোগাযোগের রেকর্ড সাবেক প্রেসিডেন্টকে জনসমক্ষে প্রকাশ করতে হবে না।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

Sir Fazle Hasan Abed ( Birth Day ); কক্সভিউ ডট কম, ২৭ এপ্রিল; ইতিহাসের এইদিনে; https://coxview.com/sir-fazle-hasan-abed-birth-day/

২৭ এপ্রিল; ইতিহাসের এইদিনে

স্যার ফজলে হাসান আবেদ একজন বাংলাদেশি সমাজকর্মী এবং বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/