সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / অধিবর্ষে গুগলের ডুডল

অধিবর্ষে গুগলের ডুডল

বিশেষ ডুডল প্রকাশ করে অধিবর্ষকে (লিপ ইয়ার) উদযাপন করছে গুগল। ২৯ ফেব্রুয়ারিকে উদযাপনে প্রতিষ্ঠানটি এ বিশেষ লোগো প্রকাশ করা হয়।

প্রতি চার বছর পর ফেব্রুয়ারি মাস ২৮ দিন থেকে বেড়ে ২৯ দিনে হয় এবং বছরে দিনের সংখ্যা ৩৬৫ থেকে বেড়ে হয় ৩৬৬ দিন।

এ বিষয়ে ডুডল পেজে বলা হয়েছে, চার বছর পর পর অধিবর্ষে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। পৃথিবী ও সূর্যের সঙ্গে আমাদের ক্যালেন্ডারের মিল রাখতেই আজকের ডুডল। অধিবর্ষ দিনটি সবার ভালো কাটুক।

বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম-মৃত্যুবার্ষিকী স্মরণ করতে গুগলের হোম পেজে তাদের লোগোর পরিবর্তে যে লোগো ব্যবহার করে সেটাই ডুডল নামে পরিচিত। গুগলের হোমপেজে তাদের নিজস্ব লোগোর পরিবর্তে ওই দিন প্রকাশ করা হয় ডুডল। গুগলের প্রথম ডুডল দেয়া হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/