সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পুষ্টি ও স্বাস্থ্য / উখিয়ায় ডায়রিয়া ও জ্বরের প্রকোপ

উখিয়ায় ডায়রিয়া ও জ্বরের প্রকোপ

হুমায়ুন কবির জুশান; উখিয়া :
বৃষ্টির পর কিছুটা স্বস্তি এলেও উখিয়ায় তাপমাত্রা বাড়ছে। আবহাওয়ার পরিবর্তন ও তীব্র গরমের ফলে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বর ছড়িয়ে পড়ছে উখিয়ায়। নানা বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও ভাইরাস জ্বরসহ গরমের বিভিন্ন রোগে। আবহাওয়ার পরিবর্তনের কারণে জনস্বাস্থ্যে বিরুপ প্রতিক্রিয়ার অংশ হিসেবে ডায়রিয়া ও ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু মিনারাকে ভর্তি করা হয়েছে এম এসএফ হাসপাতালে। কক্সবাজার সদর সহকারি কমিশনার ভূমি অফিসের তহসিলদার জাহেদ হোছাইনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদিন ধরে ভর্তি রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই আতহার হোছাইন মাশুক।

টেকনাফ ডিজিটাল হাসপাতালের পরিচালক নুরুজ্জামান ভাক্কাকে কোটবাজার অরিজিন হাসপাতালে ডায়রিয়া ও ষ্ট্রোকজনিত রোগে ভর্তি করা হয়। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে হিটষ্ট্রোক, ডায়রিয়া ও ভাইরাসজ্বরে আক্রান্তদের ভিড় বাড়ছে। এতে বেশি আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ শিশুরা। জ্বরের সঙ্গে শিশুদের ভোগাচ্ছে খুসখুসে কাশি। রোহিঙ্গা ক্যাম্পসহ উখিয়ার বিভিন্ন এলাকায় একই পরিবারে একাধিক সদস্যের জ্বরে পড়ার খবরও পাওয়া যাচ্ছে। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুতুপালং এমএসএফ হাসপাতাল, কোটবাজার অরিজিন হাসপাতালে গত কয়েক দিন সরেজমিন ঘুরে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগীদের ভিড় দেখা যায়।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গত এক মাস ধরে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি বলে জানা গেছে। টিএস ডাক্তার আবদুল মন্নান বলেন, নাতীশীতোঞ্চ আবহাওয়া, বেশি গরম ও মাঝে মাঝে বৃষ্টির সময়টায় ডায়রিয়া ও জ্বর হয়ে থাকে। এটা স্বাভাবিক ও মৌসুমি জ্বর।

অনেক বিশেষজ্ঞের মতে, সাধারণ ভাইরাস আক্রমণের দুই দিন পরও জ্বর হতে পারে, আবার সাত দিন পর ও জ্বর হয়। জ্বর হলে শীত শীত ভাব, মাথাব্যাথা, শরীরে ও গিরায় ব্যথা, খাওয়ার অরুচি, ক্লান্তি, দর্বলতা, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, সারা শরীরে চুলকানি, অস্থিরতা ও ঘুম কম হওয়ার মতো লক্ষণগুলো সাধারণত দেখা দেয়।

ডাক্তার আদনান বলেন, এ জ্বরে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভাইরাস জ্বরে কিছুতেই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের দরকার নেই। প্যারাসিটামল সেবন করলেই হয়। সেই সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/09/Health-Decreased-Sexual-Desire.jpg

যে কারণে যৌন আকাঙ্ক্ষা কমে

অনলাইন ডেস্ক : মানুষ মাত্রই যৌনাকাঙ্ক্ষা রয়েছে। প্রাপ্তবয়স্ক একজন পুরুষের যৌনাকাঙ্ক্ষা থাকবে এটাই স্বাভাবিক। আর ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/