সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / জর্ডানে বিয়ে করলে ধর্ষণকারীর সাজা মওকুফের আইন বাতিল

জর্ডানে বিয়ে করলে ধর্ষণকারীর সাজা মওকুফের আইন বাতিল

জর্ডানে তীব্র বিতর্কের পরিপ্রেক্ষিতে ধর্ষণের শিকার নারীকে বিয়ে করলে ধর্ষণকারীর সাজা মওকুফের বিতর্কিত একটি আইন বাতিল করেছে সরকার।

এই আইনটি পাস হওয়ার পর গত কয়েক বছর ধরে নারী অধিকারকর্মীদের দাবি ও আন্দোলনের মধ্যে সরকারের মন্ত্রিসভা ২৩ এপ্রিল রোববার এই সিদ্ধান্ত নেয়।

মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় পণ্ডিত ছাড়াও বিভিন্ন সংগঠন এই আইনটির সমালোচনা করে আসছিল। জর্ডানের পেনাল কোডে এই আইনটি ‘আর্টিকেল ৩০৮’ হিসেবে পরিচিত ছিল। এই আইনের কারণে ধর্ষণের শিকার নারীকে বিয়ে করে ধর্ষণকারী ব্যক্তি কারাদণ্ড এড়াতে পারত।

এই আইনটির পক্ষে যারা ছিলেন তাদের বক্তব্য, ধর্ষণের শিকার নারীর সম্মান ও ভাবমূর্তি রক্ষার জন্যেই এটি প্রণয়ন করা হয়েছিল।

বহু সমালোচনা ও আন্দোলনের পর সরকার গত বছর আইনটিতে কিছুটা পরিবর্তন আনে। সংশোধিত এই আইনের ফলে ধর্ষণকারী শুধু তখনই ধর্ষিত নারীকে বিয়ে করতে পারতো, যদি তার বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে হয় এবং ধর্ষণের ঘটনাটি যদি তাদের মধ্যে সম্মতির ভিত্তিতে হয়ে থাকতো।

তারপর ফেব্রুয়ারি মাসে রাজ পরিবারের একটি কমিটি পুরো আইনটিকেই বাতিল করার প্রস্তাব দেয়। জর্ডান টাইমস পত্রিকা বলছে, তখন জর্ডানের প্রখ্যাত নারী ব্যক্তিত্ব লায়লা নাফা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘স্বপ্ন সত্য হয়েছে।’

জর্ডানে এই আইনটি বাতিল করা হলেও মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশে এটি এখনও বহাল রয়েছে। লেবাননেও এ ধরনের আইন রয়েছে; যেখানে এর প্রতিবাদে নারীরা বহুদিন ধরে আন্দোলন করছেন। বৈরুতে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর বিভিন্ন জায়গায় তারা এর প্রতিবাদে বিয়ের পোশাক ঝুলিয়ে রেখেছেন।

দেশটির নারী আন্দোলনকারীরাও আশা করছেন, আগামী মে মাসে হয়তো লেবাননেও আইনটি বাতিল ঘোষণা করা হতে পারে।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/