সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে এনআরএফ প্রস্তুত

তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে এনআরএফ প্রস্তুত

https://coxview.com/wp-content/uploads/2021/08/Afgan-NRF-.jpg

আফগানিস্তানে তালেবান বিরোধী বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ) বলছে, তাদের হাজার হাজার সদস্য তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত।

এনআরএফ এর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলী নাজারি বলেন, তালেবানের সঙ্গে আমরা শান্তিপূর্ণ আলোচনা চালিতে যেতে চাই। কিন্তু আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে আমরা তাদের আগ্রাসন মেনে নেব না। খবর বিবিসির

https://coxview.com/wp-content/uploads/2021/08/Afgan-NRF-2-.jpg

তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে এনআরএফ প্রস্তুত

আফগানিস্তানের বেশিরভাগ এলাকা তালেবান দখলে নিলেও পাঞ্জশির তাদের দখলে যায়নি। পাঞ্জশিরে প্রবেশ করতে গিয়ে গত কয়েক দিনে বাধার মুখে পড়তে হয়েছে তালেবানকে।

পাঞ্জশিরের নিয়ন্ত্রণ এখনো এনআরএফ এর হাতে। তালেবানের হাতে ক্ষমতা হারানো আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ পাঞ্জশিরে রয়েছেন।

এ দিকে তালেবানরা বলছে, তারা পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলেছে। সেখানে অভিযান চালানো হবে।

সম্প্রতি আফগানিস্তানের একের পর এক অঞ্চল দখল করতে শুরু করেছে তালেবান। এগুলোর মধ্যে বাদাখশান প্রদেশের ১২টিরও বেশি জেলা রয়েছে। ২০ বছর আগে এই এলাকাগুলো তালেবানবিরোধী শক্ত ঘাঁটি ছিল। যেসব এলাকা তালেবানের দখলে এসেছে, সেসব স্থানে নারীর পোশাক, চলাফেরা ও শিক্ষার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

হামলা ঠেকানোর জন্য পাঞ্জশির অঞ্চল বিখ্যাত। ১৯৭৯ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত সোভিয়েত-আফগান যুদ্ধের সময় সোভিয়েত সেনাদের হঠানো এবং ১৯৯০ এর দশকে তালেবানদের হটিয়ে দেয়ার জন্য ওই অঞ্চল বিখ্যাত।

 

 

 

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/