সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / পাঁচ উপায়ে লেদারের পণ্য ভালো রাখুন

পাঁচ উপায়ে লেদারের পণ্য ভালো রাখুন

লেদারের পণ্য টেকে অনেক দিন, তবে দরকার ঠিকমতো যত্ন। শুরু থেকে যত্ন নিলে লেদারের পণ্য অনেক দিন ধরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। টাইমস অব ইন্ডিয়ায় লেদারের পণ্যের কীভাবে যত্ন নেবেন, সে সম্বন্ধে কিছু পরামর্শ দেওয়া হয়েছে।

পানি এবং যেকোনো লিকুইড জাতীয় জিনিস থেকে লেদারের পণ্য দূরে রাখুন। ব্যবহারের আগে এসব পণ্যে হালকা ময়েশ্চারাইজার লাগাতে পারেন। দু-একদিন অপেক্ষা করুন। এবার ব্যবহার করুন। দেখবেন, অনেক দিন পণ্যটি ভালো থাকবে।

লেদারের পণ্য ময়লা হলে ময়েশ্চারাইজিং সাবান দিয়ে ঘষে ভেজা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এবার ভালো করে শুকিয়ে নিন।

বাজারে লেদারের পণ্য পলিশ করার কেমিক্যাল পাওয়া যায়। ব্রাশে বা তুলায় নিয়ে এই কেমিক্যাল ব্যবহার করলে পণ্যটি অনেক দিন ভালো থাকবে। তবে কেমিক্যাল কেনার আগে ভালো করে যাচাই করে নিন।

মাঝেমধ্যে রোদে দিয়ে লেদারের পণ্যগুলো ভালো করে শুকিয়ে নিন। তাহলে আর স্যাঁতসেঁতে হওয়ার আশঙ্কা থাকবে না।

আলমারির মধ্যে বেশিদিন এসব লেদারের পণ্য রাখবেন না। ভাঁজে ভাঁজে ফেটে যেতে পারে। তাই দু-একদিন পরপর বের করে রোদে শুকিয়ে আবার আলমারিতে রেখে দিন।

-বাংলাদেশপ্রেসডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে https://coxview.com/radamel-falcao-footballar-birthday-day/

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে

রাদামেল ফালকাও গার্সিয়া সারাতে (রাদামেল ফালকাও নামে সুপরিচিত) একজন কলম্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ১৯৮৬ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/