সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পাকিস্তানে বিমান ভেঙে পড়ে পাইলটসহ নিহত ২

পাকিস্তানে বিমান ভেঙে পড়ে পাইলটসহ নিহত ২

পাকিস্তানে একটি বিমান ভেঙে মাটিতে পড়ে পাইলটসহ দুজন নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) দেশটির পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান জেলার সাদিকাবাদ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন বিমানটির পাইলট শোয়েব মালিক এবং কেন্দ্রীয় খাদ্য শস্য বিভাগের ইঞ্জিনিয়ার ফাওয়াদ বাট।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হাসান ইকবাল পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাদিকাবাদ এলাকায় বিমান থেকে কীটনাশক ছিটানোর কাজ করা হচ্ছিল। ছোট ওই বিমানটিতে পাইলট ও সরকারের খাদ্য রক্ষা বিভাগের একজন ইঞ্জিনিয়ার ছিলেন। হঠাৎ করেই বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা ছুটে গিয়ে দেখে, বিমানটি একটি খোলা মাঠে ভেঙে পড়েছে। দুর্ঘটনায় বিমানটিতে থাকা দুজনই নিহত হন। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত কয়েক মাস ধরে ওই অঞ্চলটির খাদ্য শস্যতে ব্যাপক পোকার আক্রমণ বেড়েছে। আর সেই কারণে বিমান থেকে কীটনাশক ছিটানোর কাজ করা হচ্ছিল।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/